৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন ম্যাক্রোঁ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১১: ৫০

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বুধবার তার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

একই সঙ্গে জানানো হয়েছে, ফ্রান্সের গত কয়েক দশকের সবচেয়ে বড় সংকটের মধ্যে সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন করার বিপক্ষে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য।

বিজ্ঞাপন

সেবাস্তিয়ান লেকোর্নু গত দুই বছরে ফ্রান্সের পঞ্চম প্রধানমন্ত্রী ছিলেন, সোমবার নিজে ও তার সরকারের কাছে পদত্যাগপত্র জমা দেন—ক্যাবিনেট গঠনের কয়েক ঘণ্টা পরই। এর ফলে এটি আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে স্বল্পস্থায়ী সরকার হিসেবে রেকর্ড গড়ে।

তবে ম্যাক্রোঁর অনুরোধে লেকোর্নু সংকট নিরসনের জন্য বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে পরামর্শ করেছেন।

সংসদ ভেঙে দেওয়ার বিপক্ষে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য অবস্থান নিয়েছেন; স্থিতিশীলতার একটি ভিত্তি বিদ্যমান; ৩১ ডিসেম্বরের মধ্যে বাজেট অনুমোদনের একটি পথও সম্ভব, এলিসে প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে।

এর আগে ৬ অক্টোবর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মন্ত্রিসভার নতুন প্রধান সেবাস্তিয়ান লেকর্নু পদত্যাগ করেন।দায়িত্ব গ্রহণের এক মাস পুর্তির আগেই তিনি পদত্যাগ করেন।

তার আগে সেবাস্তিয়ান লেকর্নু পরিচিত মুখদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেন। এতে সমালোচনায় ফেটে পড়েন ফ্রান্সের রাজনীতিবিদরা। এর পরপরই লেকর্নু পদত্যাগ করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত