রাজধানী তেহরানে পানি সরবরাহ সীমিত করতে যাচ্ছে ইরান

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১৯: ৫৩
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১৯: ৫৪
সংগৃহীত ছবি

ইরান ইতিহাসের অন্যতম ভয়াবহ খরার মুখে পড়েছে। এ পরিস্থিতিতে রাজধানী তেহরানে পর্যায়ক্রমে পানি সরবরাহ বন্ধ বা সীমিত রাখার পরিকল্পনা করছে দেশটি, শনিবার এমনটি জানিয়েছেন ইরানের জ্বালানি মন্ত্রী আব্বাস আলিআবাদি।

রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, “এ পদক্ষেপের ফলে কিছুটা অসুবিধা হতে পারে, তবে এটি পানির অপচয় রোধে সহায়তা করবে।”

বিজ্ঞাপন

স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে জানা গেছে, রাতের বেলায় ইতোমধ্যেই কিছু এলাকায় পানি সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। ১ কোটি জনসংখ্যার এই মেগাসিটিতে খরা মোকাবিলায় সরকার পানির ব্যবহার সীমিত করার উদ্যোগ নিয়েছে।

এসআর/এএফপি

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত