আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাজেট দ্বন্দ্বে তহবিল বন্ধ, অনির্দিষ্টকালের শাটডাউনে যুক্তরাষ্ট্র

আতিকুর রহমান নগরী

বাজেট দ্বন্দ্বে তহবিল বন্ধ, অনির্দিষ্টকালের শাটডাউনে যুক্তরাষ্ট্র

বাজেট নিয়ে দ্বন্দ্বের কারণে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে পড়েছে ডেনাল্ড ট্রাম্প প্রশাসন। বুধবার প্রথম প্রহর থেকেই কার্যত অচল হয়ে পেড়েছে ট্রাম্প প্রশাসন। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, সরকারি তহবিলের মেয়াদ শেষ হওয়ার আগে বাজেটের অস্থায়ী বিল পাস করতে ব্যর্থ হয়েছে মার্কিন সিনেট। ২০১৮ সালের পর আবারও এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে।

কংগ্রেসের বাজেট নিয়ে দুই প্রধান রাজনৈতিক দল- রিপাবলিকান এবং ডেমোক্রেটদের দ্বন্দ্বকে দায়ী করা হয়। মঙ্গলবার ডেমোক্রেট সমর্থিত সরকারি ব্যয় বাড়ানোর প্রস্তাবে ৬০ ভোটের প্রয়োজন থাকলেও ৪৭–৫৩ ভোটে প্রত্যাখ্যাত হয় বিলটি।

অপ্রয়োজনীয় কর্মসূচি বন্ধ করার জন্য সরকারি খরচ কাটছাঁট করতে হবে। এজন্য বহু মানুষকে চাকরিচ্যুত করা হতে পারে। বন্ধ হয়ে যাবে জরুরি গুরুত্বপূর্ণ সরকারি সেবা।

প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ৩৫ দিনের শাটডাউন চলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন