আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গাজায় ভারী বর্ষণে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন
গাজায় ভারী বর্ষণে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

যুদ্ধবিধ্বস্ত গাজায় ভারী বর্ষণ ও বন্যায় গত ২৪ ঘন্টায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়েসাস একথা জানিয়েছেন। ইসরাইলের হামলায় বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি পরিবার তাঁবুতে বসবাস করেন। প্রচণ্ড শীতের মধ্যে বৃষ্টি ও বন্যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সামাজিকমাধ্যমে সতর্ক করে বলেছেন, অপর্যাপ্ত পানি, স্যানিটেশন এবং জনাকীর্ণ জীবনযাত্রার কারণে ইনফ্লুয়েঞ্জাসহ শ্বাসযন্ত্রের সংক্রমণের পাশাপাশি হেপাটাইটিস এবং ডায়রিয়াজনিত রোগ বৃদ্ধি পেতে পারে।

বিজ্ঞাপন

তিনি বলেন, গাজায় ল্যাবরেটরি রিএজেন্ট এবং ডায়াগনস্টিক সরঞ্জাম সরবরাহে তার সংস্থা এখনো বাধার সম্মুখীন দ্বৈত-ব্যবহারের সরঞ্জাম প্রবেশে অস্বীকৃতি জানাচ্ছে ইসরাইল। তেদ্রোস প্রয়োজনীয় সরঞ্জাম জরুরিভিত্তিতে প্রবেশের অনুমতি দেয়ার আহ্বান জানান।

১০ অক্টোবর চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি সেনাবাহিনী বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব হামলায় কমপক্ষে ৩৮৬ জন ফিলিস্তিনি নিহত ও এক হাজার ১৮ জন আহত হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলায় ইসরাইল ৭০ হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন