আমার দেশ অনলাইন
ইসরাইলি নৌবাহিনী শুক্রবার আন্তর্জাতিক জলসীমায় গাজামুখী মানবিক সহায়তা বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র শেষ সক্রিয় জাহাজ ম্যারিনেটে আক্রমণ চালায়। এতে দুর্ভিক্ষে আক্রান্ত এবং ওষুধের জন্য মরিয়া ফিলিস্তিনিদের সাহায্য করতে আসা মানবিক মিশন আটকে যায়।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই অভিযানে ইসরাইল জোরপূর্বক কয়েক ডজন বেসামরিক নৌকা জব্দ করে এবং ৫০টিরও বেশি দেশের অন্তত ৪৫০ জন যাত্রীকে আটক করে, যাদের মধ্যে অনেকেই নির্বাচিত জনপ্রতিনিধি, মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশিষ্টজন।
ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়া উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা হলেন:
গ্রেটা থানবার্গ – সুইডিশ জলবায়ু কর্মী, আগের গাজা ফ্লোটিলাতেও যুক্ত ছিলেন।
ম্যান্ডলা ম্যান্ডেলা – দক্ষিণ আফ্রিকার সাবেক সংসদ সদস্য, নেলসন ম্যান্ডেলার নাতি।
আদা কোলাউ – স্পেনের বার্সেলোনার সাবেক মেয়র (২০১৫–২০২৩)।
জুয়ান বোর্দেরা – স্প্যানিশ সাংবাদিক ও চিত্রনাট্যকার, কম্প্রোমিস কোয়ালিশনের আঞ্চলিক আইনপ্রণেতা।
পিলার ক্যাস্টিলেজো – কাতালোনীয় আঞ্চলিক সংসদের সদস্য।
রিমা হাসান – ফ্রান্সের আনবোউড পার্টির মানবাধিকার কর্মী, ইউরোপীয় পার্লামেন্টেও কর্মরত।
মারিয়া সেলেস্তে ফিয়েরো – আর্জেন্টিনার রাজনীতিবিদ ও কর্মী।
মারিয়ানা মোর্তাগুয়া – পর্তুগালের সংসদ সদস্য ও অর্থনীতিবিদ।
এমা ফোররেউ – জলবায়ু কর্মী, ফ্রান্স আনবোউড পার্টির সদস্য ও ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি।
ক্রিস অ্যান্ড্রুজ – আইরিশ সিন ফেইন দলের রাজনীতিবিদ ও সিনেটর।
থিয়াগো আভিলা – ব্রাজিলের মানবাধিকার কর্মী, ফ্লোটিলার স্টিয়ারিং কমিটির সদস্য।
তাদগ হিকি – আইরিশ কৌতুকাভিনেতা, লেখক ও মানবাধিকার কর্মী।
ক্রিস স্মলস – মার্কিন শ্রমিক সংগঠক ও অধিকারকর্মী।
ক্লিওনিকি আলেক্সোপোলু – গ্রীক ইতিহাসবিদ, ফ্লোটিলার পরিচালনা কমিটির সদস্য।
লুইজিয়ান লিন্স – ব্রাজিলের ফোর্টালেজার প্রাক্তন মেয়র ও রাজনীতিবিদ।
আর্তুরো স্কোটো – ইতালির সংসদের চেম্বার অফ ডেপুটিজের সদস্য।
মুশতাক আহমেদ – পাকিস্তানি রাজনীতিবিদ ও সাবেক সিনেটর।
মুহাম্মদ নাদির আল-নুরি – মালয়েশিয়ার মানবতাবাদী কর্মী ও গাজা ত্রাণ মিশনের সমন্বয়কারী।
আটকের ঘটনাটি আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এবং ইসরাইলের এই পদক্ষেপকে মানবিক সহায়তা কার্যক্রমে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, ফ্লোটিলার মূল উদ্দেশ্য ছিল অবরুদ্ধ গাজা উপত্যকায় চিকিৎসা ও মানবিক সহায়তা পৌঁছানো। গত আগস্টে তারা ১৮ বছরের ইসরাইলি অবরোধ ভেঙে যাত্রা শুরু করে। প্রসঙ্গত, চলমান অবরোধের অংশ হিসেবে ইসরাইল মার্চে সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয় এবং খাদ্য ও ওষুধ সরবরাহও বন্ধ করে দেয়, ফলে গাজা দুর্ভিক্ষের মুখে পড়ে।
সূত্র: আনাদোলু এজেন্সি
ইসরাইলি নৌবাহিনী শুক্রবার আন্তর্জাতিক জলসীমায় গাজামুখী মানবিক সহায়তা বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র শেষ সক্রিয় জাহাজ ম্যারিনেটে আক্রমণ চালায়। এতে দুর্ভিক্ষে আক্রান্ত এবং ওষুধের জন্য মরিয়া ফিলিস্তিনিদের সাহায্য করতে আসা মানবিক মিশন আটকে যায়।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই অভিযানে ইসরাইল জোরপূর্বক কয়েক ডজন বেসামরিক নৌকা জব্দ করে এবং ৫০টিরও বেশি দেশের অন্তত ৪৫০ জন যাত্রীকে আটক করে, যাদের মধ্যে অনেকেই নির্বাচিত জনপ্রতিনিধি, মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশিষ্টজন।
ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়া উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা হলেন:
গ্রেটা থানবার্গ – সুইডিশ জলবায়ু কর্মী, আগের গাজা ফ্লোটিলাতেও যুক্ত ছিলেন।
ম্যান্ডলা ম্যান্ডেলা – দক্ষিণ আফ্রিকার সাবেক সংসদ সদস্য, নেলসন ম্যান্ডেলার নাতি।
আদা কোলাউ – স্পেনের বার্সেলোনার সাবেক মেয়র (২০১৫–২০২৩)।
জুয়ান বোর্দেরা – স্প্যানিশ সাংবাদিক ও চিত্রনাট্যকার, কম্প্রোমিস কোয়ালিশনের আঞ্চলিক আইনপ্রণেতা।
পিলার ক্যাস্টিলেজো – কাতালোনীয় আঞ্চলিক সংসদের সদস্য।
রিমা হাসান – ফ্রান্সের আনবোউড পার্টির মানবাধিকার কর্মী, ইউরোপীয় পার্লামেন্টেও কর্মরত।
মারিয়া সেলেস্তে ফিয়েরো – আর্জেন্টিনার রাজনীতিবিদ ও কর্মী।
মারিয়ানা মোর্তাগুয়া – পর্তুগালের সংসদ সদস্য ও অর্থনীতিবিদ।
এমা ফোররেউ – জলবায়ু কর্মী, ফ্রান্স আনবোউড পার্টির সদস্য ও ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি।
ক্রিস অ্যান্ড্রুজ – আইরিশ সিন ফেইন দলের রাজনীতিবিদ ও সিনেটর।
থিয়াগো আভিলা – ব্রাজিলের মানবাধিকার কর্মী, ফ্লোটিলার স্টিয়ারিং কমিটির সদস্য।
তাদগ হিকি – আইরিশ কৌতুকাভিনেতা, লেখক ও মানবাধিকার কর্মী।
ক্রিস স্মলস – মার্কিন শ্রমিক সংগঠক ও অধিকারকর্মী।
ক্লিওনিকি আলেক্সোপোলু – গ্রীক ইতিহাসবিদ, ফ্লোটিলার পরিচালনা কমিটির সদস্য।
লুইজিয়ান লিন্স – ব্রাজিলের ফোর্টালেজার প্রাক্তন মেয়র ও রাজনীতিবিদ।
আর্তুরো স্কোটো – ইতালির সংসদের চেম্বার অফ ডেপুটিজের সদস্য।
মুশতাক আহমেদ – পাকিস্তানি রাজনীতিবিদ ও সাবেক সিনেটর।
মুহাম্মদ নাদির আল-নুরি – মালয়েশিয়ার মানবতাবাদী কর্মী ও গাজা ত্রাণ মিশনের সমন্বয়কারী।
আটকের ঘটনাটি আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এবং ইসরাইলের এই পদক্ষেপকে মানবিক সহায়তা কার্যক্রমে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, ফ্লোটিলার মূল উদ্দেশ্য ছিল অবরুদ্ধ গাজা উপত্যকায় চিকিৎসা ও মানবিক সহায়তা পৌঁছানো। গত আগস্টে তারা ১৮ বছরের ইসরাইলি অবরোধ ভেঙে যাত্রা শুরু করে। প্রসঙ্গত, চলমান অবরোধের অংশ হিসেবে ইসরাইল মার্চে সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয় এবং খাদ্য ও ওষুধ সরবরাহও বন্ধ করে দেয়, ফলে গাজা দুর্ভিক্ষের মুখে পড়ে।
সূত্র: আনাদোলু এজেন্সি
ভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
২১ মিনিট আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৩৩ মিনিট আগেগাজায় সাফল্য অর্জনের জন্য যে অনুকূল পরিস্থিতি পেয়েছিল ট্রাম্পের প্রধান কূটনৈতিক মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও তার দল, সেটা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তৈরি করা কঠিন হতে পারে, কারণ এই যুদ্ধ প্রায় চার বছর ধরে চলছে।
১ ঘণ্টা আগেইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে।
১ ঘণ্টা আগে