
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে কায়রোতে পরোক্ষ আলোচনায় বসেছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সোমবার গাজায় দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছে ১০ জন। খবর আল জাজিরার।
সোমবার লোহিত সাগরের উপকূলীয় শহর শারম আল-শেখে দু’পক্ষের প্রতিনিধি দলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়। বন্দিদের মুক্তির প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন তারা। এতে মধ্যস্থতা করছে মিশর ও কাতার।
আলোচনার সাথে ঘনিষ্ঠ একজন ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার সন্ধ্যায় আলোচনার প্রথম অধিবেশন শেষ হয়েছে। আজ (মঙ্গলবার) আরো আলোচনা হওয়ার কথা রয়েছে।
এই আলোচনা এমন এক সময় চলছে, যখন হামাসের ইসরাইল আক্রমণ ও গাজা যুদ্ধের দুই বছর পূর্তি হতে যাচ্ছে। ফলে এই আলোচনাকে অনেকেই দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসানের সম্ভাবনা হিসেবে দেখছেন।
তবে যুদ্ধবিরতি চূড়ান্ত করতে এখনও অনেক বাধা রয়ে গেছে। এরই মধ্যে ইসরাইল গাজায় হামলা অব্যাহত রেখেছে। সোমবারের হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত হন।
গত শুক্রবার থেকে গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ১০৪ জনে দাঁড়িয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলকে ফিলিস্তিনি ভূখণ্ডে বোমা হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তা সত্ত্বেও পুরো উপত্যকাজুড়ে হামলা অব্যাহত রয়েছে।
ইসরাইল সরকারের মুখপাত্র শোশ বেদরোশিয়ান জানিয়েছেন, সেনাবাহিনী ‘প্রতিরক্ষামূলক কার্যক্রম’ চালাচ্ছে এবং গাজায় এখনো কোনো যুদ্ধবিরতি কার্যকর হয়নি।
অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, উভয় পক্ষই তার প্রস্তাবিত শান্তি কাঠামোর সঙ্গে একমত এবং তিনি দ্রুত অগ্রগতি চান।
আরএ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে কায়রোতে পরোক্ষ আলোচনায় বসেছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সোমবার গাজায় দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছে ১০ জন। খবর আল জাজিরার।
সোমবার লোহিত সাগরের উপকূলীয় শহর শারম আল-শেখে দু’পক্ষের প্রতিনিধি দলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়। বন্দিদের মুক্তির প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন তারা। এতে মধ্যস্থতা করছে মিশর ও কাতার।
আলোচনার সাথে ঘনিষ্ঠ একজন ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার সন্ধ্যায় আলোচনার প্রথম অধিবেশন শেষ হয়েছে। আজ (মঙ্গলবার) আরো আলোচনা হওয়ার কথা রয়েছে।
এই আলোচনা এমন এক সময় চলছে, যখন হামাসের ইসরাইল আক্রমণ ও গাজা যুদ্ধের দুই বছর পূর্তি হতে যাচ্ছে। ফলে এই আলোচনাকে অনেকেই দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসানের সম্ভাবনা হিসেবে দেখছেন।
তবে যুদ্ধবিরতি চূড়ান্ত করতে এখনও অনেক বাধা রয়ে গেছে। এরই মধ্যে ইসরাইল গাজায় হামলা অব্যাহত রেখেছে। সোমবারের হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত হন।
গত শুক্রবার থেকে গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ১০৪ জনে দাঁড়িয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলকে ফিলিস্তিনি ভূখণ্ডে বোমা হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তা সত্ত্বেও পুরো উপত্যকাজুড়ে হামলা অব্যাহত রয়েছে।
ইসরাইল সরকারের মুখপাত্র শোশ বেদরোশিয়ান জানিয়েছেন, সেনাবাহিনী ‘প্রতিরক্ষামূলক কার্যক্রম’ চালাচ্ছে এবং গাজায় এখনো কোনো যুদ্ধবিরতি কার্যকর হয়নি।
অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, উভয় পক্ষই তার প্রস্তাবিত শান্তি কাঠামোর সঙ্গে একমত এবং তিনি দ্রুত অগ্রগতি চান।
আরএ

ভারতের বিতর্কিত ধনকুবের গৌতম আদানির ঋণে জর্জরিত ব্যবসায়িক সাম্রাজ্য বাঁচাতে রাষ্ট্রায়ত্ত লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব ইন্ডিয়া (এলআইসি) থেকে প্রায় ৩.৯ বিলিয়ন ডলার (প্রায় ৩০ হাজার কোটি রুপি) অর্থ সহায়তা দেয়ার গোপন পরিকল্পনা করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।
১ ঘণ্টা আগে
ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লায় বিয়ে করতে যাওয়ার পথে এক বরকে ধরে নিয়ে গেছে ইসরাইলি সেনারা। গত শুক্রবার এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
থাইল্যান্ডের সাবেক রানি ও বর্তমান রাজা মহা ভাজিরালংকর্নের মা সিরিকিত মারা গেছেন। গত শুক্রবার রাতে ৯৩ বছর বয়সী এই নারীর মৃত্যু হয়। দেশটির রাজপ্রাসাদ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
বিশ্বব্যাপী মাদক চোরাচালানে ভূমিকার অভিযোগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া পেত্রোর স্ত্রী, ছেলে ও কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নিষেধাজ্ঞার কবলে পড়েছেন।
৩ ঘণ্টা আগে