ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন

কাতারে হামলায় সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে ইসরাইল

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৪২
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৪৩
ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জন্য সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করেছে ইসরাইল। শনিবার সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এতে বলা হয়, ইসরাইলি যুদ্ধবিমানগুলো সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে কাতারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গোপন হামলায় আটটি এফ-১৫ ও চারটি এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহার করা হয়।

বিজ্ঞাপন

এসব যুদ্ধবিমান আরব উপদ্বীপের বিপরীত দিকে লোহিত সাগরে প্রায় দেড় হাজার কিলোমিটার পাড়ি দেয়। যুদ্ধবিমানগুলো থেকে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, তা সৌদি আরবের আকাশ দিয়ে উড়ে দোহায় গিয়ে আঘাত হানে।

অভিযান সম্পর্কে জানতেন এমন কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়েছে যে সৌদি আরবের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এড়াতে ইসরাইল কৌশলগতভাবে লোহিত সাগরে তার যুদ্ধবিমান স্থাপন করে এবং মহাকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এতে আরো বলা হয়, ইসরাইল যে আকাশ পথ বেছে নিয়েছিল, তাতে আরব রাষ্ট্রগুলোর আকাশসীমা এড়িয়ে আক্রমণটি দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়। যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আপত্তি জানাতে খুব একটা সময় পায়নি।

বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা জানান, হামলার কয়েক মিনিট আগে ইসরাইল মার্কিন সেনাবাহিনীকে হামাসের বিরুদ্ধে আসন্ন আক্রমণ সম্পর্কে অবহিত করে। তবে প্রাথমিকভাবে লক্ষ্যবস্তু সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদান করেনি।

গত মঙ্গলবার দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরাইল। এতে পাঁচ হামাস সদস্য এবং কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তারা যুক্তরাষ্ট্র প্রস্তাবিত নতুন একটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন।

সূত্র: প্রেস টিভি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত