নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি মামদানীর

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ২৪

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ডেমোক্রেট দলের মেয়র প্রার্থী জোহরান মামদানী বলেছেন, মেয়র নির্বাচিত হলে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে। শনিবার নিউইয়র্ক টাইমসের এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন।

মামদানী জানান, তার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় নেতানিয়াহু নিউইয়র্কে পা রাখা মাত্রই পুলিশকে গ্রেপ্তার করার নির্দেশ দেবেন তিনি। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আদালতের কর্তৃত্ব না মানলেও, মামদানী এ গ্রেপ্তারি পরোয়ানা অনুসারে নেতানিয়াহুকে আটক করাবেন বলে নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, এটি এমন এক প্রতিশ্রুতি যা আমি পূরণ করতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কর্তৃত্ব না মানলেও, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে সম্মান জানিয়ে নেতানিয়াহুকে বিমানবন্দরেই গ্রেপ্তার করা হবে। এই শহর আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়াবে এবং তা নিশ্চিত করাই আমার লক্ষ্য।

এর আগে, গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী কর্মকান্ডের কারণে ইসরাইলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

উল্লেখ্য, নিউইয়র্ক ইহুদিদের দ্বিতীয় বৃহত্তম আবাসস্থল। যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়, তবে তা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে পারে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত