আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জর্ডান-পাকিস্তানের য

ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা জর্ডান-পাকিস্তানের

আমার দেশ অনলাইন

ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা জর্ডান-পাকিস্তানের
ছবি: আরব নিউজ

জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অবরুদ্ধ গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যেকোন পরিকল্পনার ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে রয়েছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘উভয় নেতা যুদ্ধ পরবর্তী গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানচ্যুতি নিয়ে যেকোনো পদক্ষেপের বিষয়ে কোনো ছাড় না দেয়ার বিষয়ে একমত হয়েছেন।’

বিজ্ঞাপন

দুই নেতা গাজা যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করা আটটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং আরব দেশের মধ্যে সমন্বয় বাড়াতে সম্মত হয়েছেন। এরমধ্যে রয়েছে গাজায় একটি নতুন শাসন কাঠামো প্রণয়ন এবং ইসরাইলি হামলায় ধ্বংসপ্রাপ্ত উপত্যকার পুনর্গঠন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইল প্রায় ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করার পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে।

পাশাপাশি সংস্কৃতি ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুই দেশ।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...