লিবিয়ার হাসপাতালে মিলল পরিচয়বিহীন ৫৮ লাশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫, ১৯: ৩২

লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি হাসপাতালে অজ্ঞাত ৫৮ জনের লাশ পাওয়া গেছে। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, ত্রিপোলির ঘনবসতিপূর্ণ এলাকা আবু সালিম পাড়ার আবু সালিম অ্যাক্সিডেন্ট হাসপাতালের মর্গে ফ্রিজে রাখা ছিল এসব লাশ। লাশের ছবি পোস্ট করেছে মন্ত্রণালয়। ছবিতে দেখা গেছে, ইস্পাতের বিছানায় পচনশীল অবস্থায় দেহাবশেষগুলো পড়ে আছে। কিছু দেহ পুড়ে গেছে। নিহতদের পরিচয় শনাক্তের জন্য তদন্ত চলছে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মর্গে পাওয়া লাশগুলোর মধ্যে এখন পর্যন্ত ২৩ জনের মৃতদেহ পরীক্ষা করা হয়েছে। সেসব তথ্য নথিভুক্ত এবং নমুনা সংগ্রহসহ প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আবু সালিম স্ট্যাবিলাইজেশন সাপোর্ট অ্যাপারেটাস নামে পরিচিত একটি মিলিশিয়া গোষ্ঠীর আবাসস্থল ছিল, যার প্রধান আবদুল ঘানি কিকলি গত সোমবার নিহত হন।

এ নিয়ে দ্বিতীয় দফায় ওই হাসপাতালের মর্গে অজ্ঞাত পরিচয় লাশ মিলল। শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, আবু সালিমের আরেকটি এসএসএ নিয়ন্ত্রিত আল-খাদরা হাসপাতাল মর্গের রেফ্রিজারেটরে নয়টি লাশ পাওয়া গিয়েছিল।

বিষয়:

লিবিয়া
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত