আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘অস্ট্রেলিয়ার হিরো’ আহমেদের জন্য ১৫ লাখ ডলার অনুদান সংগ্রহ

আমার দেশ অনলাইন

‘অস্ট্রেলিয়ার হিরো’ আহমেদের জন্য ১৫ লাখ ডলার অনুদান সংগ্রহ
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুকধারীকে নিরস্ত্র করে প্রশংসায় ভাসছেন আহমেদ আল আহমেদ। আহমেদকে ‘অস্ট্রেলিয়ান হিরো’ বলে অ্যাখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। আহমেদ ও তার পরিবারকে সহায়তার জন্য জনসাধারণের দেয়া অনুদান ১৫ লাখ ডলার ছাড়িয়ে গেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বন্দুকধারীকে নিরস্ত্র করার সময় আহমেদ আহত হন। পরে তাকে সহায়তার জন্য গোফান্ডমি (GoFundMe) নামের একটি পেজে তার জন্য তহবিল গঠন করা হয়। এররা ৪২ হাজার জনেরও বেশি মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহ করেছে, যার পরিমাণ প্রায় ১ দশমিক ৬ মিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

এই অনুদান আহমেদের প্রতি অস্ট্রেলিয়ার মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের সাহায্যের জন্য অনুদান দেয়া হচ্ছে।

গোফান্ডমি সামাজিকমাধ্যম এক্সে জানিয়েছে, ‘আমরা সরাসরি আয়োজকদের সঙ্গে কাজ করছি, যাতে তহবিল নিরাপদে আহমেদ এবং তার পরিবারের কাছে পৌঁছায়।’

অনুদানকারীদের মধ্যে রয়েছেন মার্কিন বিলিয়নেয়ার বিল অ্যাকম্যান, যিনি প্রায় ৬৫ হাজার ডলার অনুদান দিয়েছেন।

মঙ্গলবার হাসপাতালে আহমেদের সাথে দেখা করার পর, প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তাকে ‘অস্ট্রেলিয়ান হিরো’ বলে অভিহিত করেন। বলেন ‘তিনি আমাদের দেশের সেরাদের’ প্রতিনিধিত্ব করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন