আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউনিসেফের বিবৃতি

আফগানিস্তানে তীব্র শীতে স্বাস্থ্যঝুঁকিতে ২ লাখ ৭০ হাজার শিশু

আমার দেশ অনলাইন

আফগানিস্তানে তীব্র শীতে স্বাস্থ্যঝুঁকিতে ২ লাখ ৭০ হাজার শিশু
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল (ইউনিসেফ) সতর্ক করে বলেছে, আফগানিস্তানে তীব্র শীত ও ভারী তুষারপাতে শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার মারাত্মক ঝুঁকিতে রয়েছে ২ লাখ ৭০ হাজার শিশু। এক বিবৃতিতে জাতিসংঘের সংস্থাটি এ কথা জানায়।

পূর্ব আফগানিস্তানে গত বছরের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিশুরা ভারী তুষারপাতের কারণে আরো সংকটজনক পরিস্থিতিতে পড়েছে। ইউনিসেফ জানায়, ঠান্ডা ও স্যাঁতসেঁতে আবহাওয়ার দীর্ঘস্থায়ী সংস্পর্শের কারণে শ্বাসযন্ত্রের সংক্রমণ, হাইপোথার্মিয়া এবং অন্যান্য প্রতিরোধযোগ্য রোগের ঝুঁকি বেড়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, অস্থায়ী বসতিতে বসবাসকারী শিশুরা বিশেষ করে বৃষ্টি, তুষার ও দুর্বল স্যানিটেশন সমস্যার সম্মুখীন হয়, যা স্বাস্থ্যঝুঁকি আরো বাড়িয়ে তোলে।

ইউনিসেফ আরো জানায়, আফগানিস্তানে শিশু পুষ্টি মোকাবিলায় যুক্তরাজ্য ১০.৮ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে।

আফগানিস্তানের একাধিক প্রদেশে ভারী তুষারপাত ও বৃষ্টিপাতে গত দুই দিনে কমপক্ষে ১১ জন নিহত এবং আরো তিনজন আহত হয়েছে। বৈরী আবহাওয়ার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পূর্ব পারওয়ান, ওয়ারদাক, দক্ষিণ কান্দাহার, উত্তর জাওজান, ফারিয়াব এবং মধ্য বামিয়ান প্রদেশের বাসিন্দাদের ওপর। আগামী কয়েক দিন আফগানিস্তানের বেশির ভাগ অংশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন