এখন থেকে ইসরাইলের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহনকারী বিমানগুলো বেলজিয়ামের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। বৃহস্পতিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে বেলজিয়াম। খবর আনাদোলু এজেন্সির।
স্থানীয় সংবাদমাধ্যম দৈনিক লে সোয়ার জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোটের উদ্যোগে নেওয়া এই সিদ্ধান্তের ফলে ইসরাইলে সামরিক সরঞ্জাম বহনকারী বিমানের পরিবহনসংক্রান্ত সব তথ্য আগেই বেলজিয়ামের কর্মকর্তাদের কাছে জানাতে হবে।
সংবাদে আরো বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হলো ইসরাইলের অস্ত্র ও সামরিক পণ্য পরিবহন রোধ করা। পরিদর্শন কার্যক্রমগুলো কাস্টমস কর্তৃপক্ষ এবং ফেডারেল পাবলিক সার্ভিস মোবিলিটি অ্যান্ড ট্রান্সপোর্ট (এসপিএফ ট্রান্সপোর্ট) দ্বারা পরিচালিত হবে।
বেলজিয়ামে, অস্ত্র রপ্তানির লাইসেন্স আঞ্চলিক সরকারের কর্তৃত্বাধীন, কিন্তু অস্ত্র পরিবহন এবং ট্রানজিট কার্যক্রম ফেডারেল সরকার দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ, ফেডারেল এই নিষেধাজ্ঞা কার্যকরভাবে আঞ্চলিক রপ্তানি লাইসেন্সের ব্যবহার রোধ করতে ভূমিকা রাখবে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় শুরু হওয়া এবং দুই বছর ধরে চলা ইসরাইলের গণহত্যা যুদ্ধে ৭১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজারেরও বেশি আহত হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু এবং গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল ৪৮৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১,২৮৭ জনকে আহত করেছে। এর পাশাপাশি গাজায় খাদ্য, আশ্রয়সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল। ফলে ফিলিস্তিনের ২৪ লাখ মানুষ ভয়াবহ পরিস্থিতিতে বসবাস করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরানে হামলার আশঙ্কা, মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিলের হিড়িক
ট্রাম্পকে ‘শত্রু’ ভাবেন বেশির ভাগ ইউরোপীয়