যুক্তরাজ্যের ট্যাবলয়েড ডেইলি মেইল ৫০ কোটি পাউন্ডের বিনিময়ে ‘দ্য টেলিগ্রাফ’ সংবাদপত্রটি কিনতে যাচ্ছে। ডেইলি মেইলের মালিক ডেইলি মেইল অ্যান্ড জেনারেল ট্রাস্ট (ডিএমজিটি) শনিবার জানিয়েছে, তারা দ্য টেলিগ্রাফ সংবাদপত্রটি কিনতে মার্কিন-আমিরাতি কনসোর্টিয়াম রেডবার্ড আইএমআই-এর সঙ্গে ৫০ কোটি পাউন্ডের চুক্তি করেছে।
লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ডিএমজিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ অধিগ্রহণের জন্য রেডবার্ড আইএমআই-এর সঙ্গে ৫০ কোটি পাউন্ড মূল্যের চুক্তি স্বাক্ষর করেছে।’
দ্য টেলিগ্রাফ ১৭০ বছরের পুরনো এবং ডেইলি মেইলের প্রধান প্রতিদ্বন্দ্বী। এটি কিনে নেওয়ার ফলে ডিএমজিটি যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ ডানপন্থী মিডিয়া গ্রুপে পরিণত হতে পারে।
এসআর

