আমার দেশ অনলাইন
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় সোমবার বিচারক আলেকজান্দ্রে দা মোরেস এই আদেশ দেন। অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে তার বিচার চলছে। খবর আল জাজিরার।
বিচারপতি আলেকজান্দ্রে দা মোরেস বলেন, সামাজিক মাধ্যম ব্যবহার এবং রাজনৈতিক বার্তা দেওয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছেন।
সাবেক এই প্রেসিডেন্টের সমর্থনে ব্রাজিলজুড়ে বিক্ষোভের একদিন পর এ রায় দেওয়া হলো। ২০২২ সালের নির্বাচনে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরেও ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্র করার অভিযোগে তার বিচার চলছে।
বলসোনারোর একজন গণমাধ্যম প্রতিনিধি নিশ্চিত করেছেন, পুলিশ সোমবার সন্ধ্যায় তার ব্রাসিলিয়ার বাসভবনে তাকে গৃহবন্দী করেছে। পুলিশ তার মোবাইল ফোনও জব্দ করেছে।
বলসোনারোর আইনজীবীরা এক বিবৃতিতে বলেছেন, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে। তারা বলছেন, সাবেক প্রেসিডেন্ট আদালতের কোনো আদেশ লঙ্ঘন করেননি।
বলসোনারো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র। বলসোনারোর বিরুদ্ধে মামলা তদারকি করার জন্য আলেকজান্দ্রে ডি মোরেস মার্কিন প্রশাসন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।
এরআগে জ্বালাময়ী ভাষণ দিয়ে বিচারকাজ বাধাগ্রস্ত করার অভিযোগে ওঠায় গতিবিধি নজরদারিতে রাখতে গত মাসে বলসোনারোকে পায়ে ইলেকট্রিক কড়া পরানোর নির্দেশ দেন আদালত। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে তার ছেলেরা ও মিত্ররা বলসোনারোর জ্বালাময়ী ভাষণগুলো অনলাইনে দিয়েছিল। জনগণের উদ্দেশে দেয়া এ ধরনের ভাষণ অনলাইনে প্রচার তৃতীয় পক্ষের ওপরও নিষিদ্ধ করা হয়।
গত রোববার বলসোনারোর প্রতি সংহতি জানিয়ে ব্রাজিলের কয়েকটি শহরে সমাবেশ হয়। এর মধ্যে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত সমাবেশে ছেলের সঙ্গে তার সরাসরি ফোনালাপ সম্প্রচার করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেন বলসোনারোর মিত্ররা।
আরএ
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় সোমবার বিচারক আলেকজান্দ্রে দা মোরেস এই আদেশ দেন। অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে তার বিচার চলছে। খবর আল জাজিরার।
বিচারপতি আলেকজান্দ্রে দা মোরেস বলেন, সামাজিক মাধ্যম ব্যবহার এবং রাজনৈতিক বার্তা দেওয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছেন।
সাবেক এই প্রেসিডেন্টের সমর্থনে ব্রাজিলজুড়ে বিক্ষোভের একদিন পর এ রায় দেওয়া হলো। ২০২২ সালের নির্বাচনে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরেও ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্র করার অভিযোগে তার বিচার চলছে।
বলসোনারোর একজন গণমাধ্যম প্রতিনিধি নিশ্চিত করেছেন, পুলিশ সোমবার সন্ধ্যায় তার ব্রাসিলিয়ার বাসভবনে তাকে গৃহবন্দী করেছে। পুলিশ তার মোবাইল ফোনও জব্দ করেছে।
বলসোনারোর আইনজীবীরা এক বিবৃতিতে বলেছেন, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে। তারা বলছেন, সাবেক প্রেসিডেন্ট আদালতের কোনো আদেশ লঙ্ঘন করেননি।
বলসোনারো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র। বলসোনারোর বিরুদ্ধে মামলা তদারকি করার জন্য আলেকজান্দ্রে ডি মোরেস মার্কিন প্রশাসন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।
এরআগে জ্বালাময়ী ভাষণ দিয়ে বিচারকাজ বাধাগ্রস্ত করার অভিযোগে ওঠায় গতিবিধি নজরদারিতে রাখতে গত মাসে বলসোনারোকে পায়ে ইলেকট্রিক কড়া পরানোর নির্দেশ দেন আদালত। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে তার ছেলেরা ও মিত্ররা বলসোনারোর জ্বালাময়ী ভাষণগুলো অনলাইনে দিয়েছিল। জনগণের উদ্দেশে দেয়া এ ধরনের ভাষণ অনলাইনে প্রচার তৃতীয় পক্ষের ওপরও নিষিদ্ধ করা হয়।
গত রোববার বলসোনারোর প্রতি সংহতি জানিয়ে ব্রাজিলের কয়েকটি শহরে সমাবেশ হয়। এর মধ্যে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত সমাবেশে ছেলের সঙ্গে তার সরাসরি ফোনালাপ সম্প্রচার করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেন বলসোনারোর মিত্ররা।
আরএ
আরব সাগরে অভিযান চালিয়ে প্রায় এক বিলিয়ন ডলারের মাদক জব্দ করেছে পাকিস্তানের নৌবাহিনী। বুধবার (২২ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন যৌথ সামুদ্রিক জোট কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর অংশ হিসেবে পাকিস্তানি নৌবাহিনী এ অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগেখামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্টে জানান, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়ে আমেরিকার নানা প্রান্তে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। যদি আপনি (ট্রাম্প) এতটাই সক্ষম হন, তবে বিক্ষোভকে দমন করুন।
২ ঘণ্টা আগেহোয়াইট হাউস দাবি করছে, এই প্রকল্পে সরকারি অর্থ ব্যবহার হবে না, বরং ভবিষ্যতের প্রশাসনগুলিও সুবিধা পাবে। তবে বিশেষজ্ঞদের মতে, বলরুমটি ভবিষ্যতে রাজনৈতিক ফান্ডরেইজিংয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে—যা সরকারি প্রভাবের বিনিময়ে অর্থ আদায়ের নতুন রূপ।
২ ঘণ্টা আগেগুগলের ক্রোমকে চ্যালেঞ্জ জানাতে নিজস্ব ওয়েব ব্রাউজার উন্মোচন করেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। ওপেনএআই তাদের নতুন এই ব্রাউজারের নাম দিয়েছে ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’।
২ ঘণ্টা আগে