জার্মান সরকার স্বীকার করেছে যে দেশের বিভিন্ন অঞ্চলে ৭১৪ জন নব্য-নাৎসি এখনও গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও পলাতক রয়েছেন। রবিবার প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এই তথ্য বিরোধী বাম দলের সংসদীয় তদন্তের জবাবে সরকার প্রকাশ করেছে।
রোববার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পলাতকদের মধ্যে ১১৫ জন বিদেশে অবস্থান করছে। এদের মধ্যে ২০ জন পোল্যান্ডে এবং ১৩ জন অস্ট্রিয়ায় অবস্থান করছেন। বিদেশে পলাতক থাকা এই ডানপন্থি চরমপন্থীদের মধ্যে প্রায় ৩৯ জনকে সহিংস অপরাধের জন্য অনুসন্ধান করা হচ্ছে।
বামপন্থী নেতা ও বিশ্লেষকরা বলেছেন যে, বছরের পর বছর ধরে নব্য-নাৎসিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার সংখ্যা উদ্বেগজনকভাবে উচ্চ অবস্থায় রয়েছে এবং এই সমস্যাকে অবিলম্বে অগ্রাধিকার দিতে হবে।
ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিস (BKA)-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০০১ সাল থেকে ডানপন্থি চরমপন্থি অপরাধের রেকর্ড শুরু হলেও, ২০২৪ সালে এ ধরনের অপরাধ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত বছর জার্মানিতে ডানপন্থি বর্ণবাদী অপরাধের সংখ্যা ছিল ৪২,৭৮৮টি, যা আগের বছরের তুলনায় প্রায় ৫০% বৃদ্ধি পেয়েছে।
এই তথ্য প্রকাশ দেশের নিরাপত্তা ও চরমপন্থি প্রতিরোধে সরকারের কার্যক্রমের প্রতি নতুন প্রশ্ন তুলেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

