বিদেশি শিক্ষার্থীদের জন্য তুরস্কের নতুন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৬: ২২
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৬: ২৪
ছবি: সংগৃহীত

তুরস্কের শিক্ষামন্ত্রণালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন তুর্কি ভাষা পাঠ্যক্রম চালু করেছে। বিশেষ করে সিরিয়া, রাশিয়া, ইউক্রেনসহ সংঘাত ও যুদ্ধপ্রবণ দেশ থেকে আসা শিক্ষার্থীদের ভাষা শেখা, সামাজিকভাবে অন্তর্ভুক্ত হওয়া এবং শিক্ষাগত মান উন্নয়নের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার তুরস্কভিত্তিক গণমাধ্যম হুরিয়েত ডেইলি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এই নতুন পাঠ্যক্রমে যোগাযোগভিত্তিক শিক্ষণ পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এটি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সাজানো হয়েছে এবং ভাষা শিক্ষার মান আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে প্রি–A1 থেকে B1 স্তর পর্যন্ত বিস্তৃত। পাঠ্যক্রমে বয়সভিত্তিক নির্দেশিকা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ৭ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের শেখার সক্ষমতা ও প্রয়োজন অনুযায়ী তৈরি।

শুধু ভাষা শেখানোই নয়, এই পাঠ্যক্রম শিক্ষার্থীদের মানসিক, সামাজিক, আবেগীয়, শারীরিক ও নৈতিক বিকাশের প্রতিও গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে ভিন্ন সাংস্কৃতিক পটভূমি থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে একটি সাধারণ যোগাযোগ মাধ্যম গড়ে তোলা হবে, যাতে তারা তুরস্কের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে।

শিক্ষা বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ তুরস্কে অবস্থানরত হাজারো বিদেশি শিক্ষার্থীর শিক্ষা ও সমন্বয় প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে। পাশাপাশি, এটি দেশটির বহুসাংস্কৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত