রাশিয়া সমঝোতায় না আসলে ইউক্রেনে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাবেন ট্রাম্প

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১০: ০৯
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১০: ১১
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে সতর্ক করে বলেছেন, মস্কো যদি অবিলম্বে যুদ্ধ বন্ধ না করে তাহলে ইউক্রেনে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাতে পারেন। রোববার ইসরাইল সফরে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি একথা বলেন। খবর আরব নিউজের

ট্রাম্প বলেন, ‘যদি এই যুদ্ধ বন্ধ করা না হয়, তাহলে আমি তাদের জন্য টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাবো। টমাহক একটি অবিশ্বাস্য অস্ত্র, এটা খুবই আক্রমণাত্মক।’

বিজ্ঞাপন

এর আগে রোববারই ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। ট্রাম্প জানান, কথোপকথনের সময় তিনি টমাহক ক্ষেপণাস্ত্রের বিষয়টি জেলেনস্কির সামনে তুলেছিলেন। রাশিয়াকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘ওরা কি সত্যিই টমাহকের মুখোমুখি হতে চায়? আমার তো মনে হয় না। তবে প্রয়োজনে আমরা তা করব।’

সম্প্রতি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে রাশিয়া। এরআগে ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের সম্ভাব্যতা নিয়ে মস্কো উদ্বেগ প্রকাশ করে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত