আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তান সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান পিটিআইয়ের

আমার দেশ অনলাইন

পাকিস্তান সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান পিটিআইয়ের
ফাইল ছবি

চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে সরকারের দেয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের কাছে দাহগাল চেকপয়েন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান। খবর জিও নিউজের।

আদিয়ালা কারাগারের বন্দি রয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

বিজ্ঞাপন

এরআগে পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহর গত সপ্তাহে বলেছিলেন, সর্বোচ্চ পর্যায়ে আস্থা তৈরি ছাড়া কোনো রাজনৈতিক অগ্রগতি সম্ভব হবে না।

পিটিআই চেয়ারম্যান গহর আলি খান বলেন, পিটিআই কখনো আলোচনা বাতিল করেনি। তবে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে যদি তাদের দেখা করতে দেয়া না হয়, তাহলে আলোচনা কীভাবে এগিয়ে যেতে পারে।

গহর আলি খান আরো বলেন, ‘আমরা প্রতি মঙ্গলবার আসি এবং পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে দেখা না করেই চলে যাই। এক মাসের বেশি সময় ধরে তার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হয়নি।’

এদিকে, পিটিআই মহাসচিব ব্যারিস্টার সালমান আকরাম রাজা বলেন, পিটিআই প্রতিষ্ঠাতার অংশগ্রহণ ছাড়া কোনো সংলাপ এগোতে পারে না। বলেন, সরকার যে শীর্ষ পাঁচ নেতার মধ্যে বৈঠকের প্রস্তাব দিচ্ছে, তার ফলাফল শূন্য হবে।

অন্যদিকে, পিটিআই নেতা ব্যারিস্টার আলি জাফর আলোচনার জন্য সরকারকে উপযুক্ত পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছেন।

২০২২ সালের এপ্রিলে বিরোধী দলের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাত হন ইমরান খান। এরপর দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলায় ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন তিনি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন