যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ৫৭
ছবি: ইউরোনিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও ডানপন্থি রাজনৈতিক কর্মী চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় ইউটাহ অঙ্গরাজ্যে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বন্দুক হামলার শিকার হন তিনি। খবর আল জাজিরার।

কার্ক অ্যাক্টিভিস্ট ইয়ুথ গ্রুপ টার্নিং পয়েন্ট ইউএসএর সহ-প্রতিষ্ঠাতা।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে কার্ক বক্তব্য দেয়ার সময় হঠাৎ গুলির শব্দ হয়। সঙ্গে সঙ্গে কার্ক গলায় হাত দিয়ে চেয়ারে লুটিয়ে পড়েন। এরপর উপস্থিত কয়েক হাজার মানুষ দৌড়ে পালানোর চেষ্টা করেন। অন্য এক ভিডিওতে দেখা যায়, তার গলা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে।

উটাহ গভর্নর স্পেন্সার কক্স সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। আমাদের রাজ্যের জন্য আজ অন্ধকার দিন, জাতির জন্য ট্র্যাজেডি।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে কার্কের মৃত্যুর ঘোষণা্ দিয়ে লেখেন, ‘মহান চার্লি কার্ক আর নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে চার্লির চেয়ে ভালো আর কেউ তুরণদের বোঝেনি বা বুঝতে পারেনি। তিনি সকলের, বিশেষ করে আমার ভালোবাসা এবং প্রশংসা পেয়েছিলেন।

চার্লি কার্কের স্মরণে যুক্তরাষ্ট্রজুড়ে রোববার পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

ইউটাহ কর্তৃপক্ষ জানিয়েছে, আগে সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে কার্ককে একটি মাত্র গুলিতে হত্যা করা হয়েছে। এ সময় প্রায় ৩ হাজার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ হত্যাকান্ডে নিন্দা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও জো বাইডেসসহ সব দলের নেতাকর্মীরা।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত