পাঁচবার জায়গা বদল করেছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন দূত

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১৪: ৪৯

পাঁচবার জায়গা বদল করেছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন দূত মাইক হাকাবি। ইরানের হামলা থেকে নিরাপদ থাকতে সুরক্ষিত আশ্রয়কেন্দ্রগুলোতে থাকতে হয়েছে তাকে। সিএনএন এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলে অবস্থানরত হাকাবি একথা জানান। তিনি বলেন, ‘ইসরাইলে এক কঠিন রাত কাটল।’

বিজ্ঞাপন

প্রতি শনিবার ইহুদিদের সাপ্তাহিক বিশ্রামের দিনটিকে শাব্বাত নামে ডাকা হয়ে থাকে। হাকাবি বলেন, ‘শাব্বাত সাধারণত শান্তিপূর্ণভাবে কাটে, কিন্তু এবার সম্ভবত তা হবে না ’

এর আগে, ইরানে ইসরাইলের হামলার দুই দিন আগে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগের অনাবশ্যক কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার ব্যবস্থা করে। যেসব কর্মী জরুরি কাজে নিযুক্ত নন তাদের সরিয়ে নেওয়া হয়।

ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে গতকাল শুক্রবার ভোরে বড় আকারে বিমান হামলা চালায় ইসরাইল। এরপর থেকে ইসরাইলে পাল্টা হামলা চালাচ্ছে ইরান।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত