আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ১৫, বহু যাত্রী নিখোঁজ

আমার দেশ অনলাইন

ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ১৫, বহু যাত্রী নিখোঁজ

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রুসহ একটি ফেরি ডুবে গেছে। সোমবার (২৬ জানুয়ারি) ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এছাড়া কমপক্ষে ৪৩ জন নিখোঁজ রয়েছেন। খবর জানিয়েছে আল জাজিরা।

বিজ্ঞাপন

ফিলিপাইন কোস্টগার্ডের ডুবুরিরা জীবিত অবস্থায় ১৩৮ জন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। বাসিলানের মেয়র আরসিনা লাজা কাথিং নানোহ এবং কোস্টগার্ডের বাসিলান শাখার বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ১৮ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

প্রশাসনসূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত ফেরি ‘ত্রিশা কেরস্টিন ৩’ স্থানীয় সময় ভোরে বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে রওনা দেয়। কিন্তু যাত্রার কিছুক্ষণের মধ্যেই ফেরিটি ডুবে যায়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।

দুর্যোগ মোকাবিলা দপ্তরের মুখপাত্র রোনালিন পেরেজ জানিয়েছেন, আপাতত তারা মূলত যাত্রীদের উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করতে মনোযোগ দিচ্ছেন। উদ্ধার তৎপরতাকে আরও গতিশীল করতে মিন্দানাও প্রাদেশিক প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ চলছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...