আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

আমার দেশ অনলাইন

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
ছবি: জিও নিউজ

পাকিস্তানের হায়দরাবাদের কাছে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দুজন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করেছে। খবর জিও নিউজের।

শনিবার জামশোরোর সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচ শিশু এবং এক নারী রয়েছেন। তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাকচালককে আটক করা হয়েছে এবং তদন্তকারীরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

পাকিস্তানে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে, যার মধ্যে রাস্তার খারাপ অবস্থা, যানবাহন রক্ষণাবেক্ষণের সমস্যা এবং চালকের অবহেলাকে সাধারণ কারণ হিসেবে মনে করা হয়।

এদিকে, বৃহস্পতিবার একটি পৃথক ঘটনায় ভালওয়ালের মেলোওয়াল গ্রামের কাছে একটি ট্রাক উল্টে গেলে কমপক্ষে চারজন নিহত এবং আটজন আহত হয়।

রেসকিউ ১১২২-এর মতে, ট্রাকটি পশুখাদ্য বহন করছিল এবং সে সময় তাতে ১২ জন শ্রমিক ছিলেন। গাড়িটি ভারসাম্য হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে বেশ কয়েকজন নিচে আটকা পড়ে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।

উদ্ধারকারী দল আহতদের উদ্ধারের জন্য অভিযান শুরু করে। ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয়, আহতদের ভালওয়ালের তহসিল সদর দপ্তর হাসপাতালে স্থানান্তর করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...