আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২

আমার দেশ অনলাইন

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং অঞ্চলে ভূমিধসে সাতজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো ৮২ জন। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি একথা জানিয়েছেন।

জাভা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিম বান্দুং অঞ্চলের একটি গ্রামে ভূমিধসে এই ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

মুহারি জানান, ‘নিখোঁজদের সংখ্যা বেশি। অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টাকে আরো জোরদার করার চেষ্টা করা হচ্ছে।’

এরআগে শুক্রবার থেকে এক সপ্তাহের জন্য পশ্চিম জাভা প্রদেশে ভারী বৃষ্টিপাতসহ বৈরি আবহাওয়ার সতর্কতা জারি করেছিল দেশটির আবহাওয়া বিভাগ।

গত মাসে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা, পশ্চিম সুমাত্রা এবং আচেহ প্রদেশে মারাত্মক ভূমিধস এবং বন্যায় এক হাজার ১৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।

সূত্র: আল জাজিরা/রয়টার্স

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...