ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার লক্ষ্যে একটি বিল সংসদের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাস হয়েছে। শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইম ও এর নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষার উদ্দেশ্যে নেওয়া এই উদ্যোগকে জোরালোভাবে সমর্থন করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
সোমবার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত চলা দীর্ঘ অধিবেশনে বিলটি গৃহীত হয়। পরবর্তী ধাপে এটি উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলে বিলটি আইনে পরিণত হবে।
এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এই সিদ্ধান্তকে ফরাসি শিশু ও কিশোরদের সুরক্ষায় “একটি বড় অগ্রগতি” হিসেবে বর্ণনা করেন।
প্রস্তাবিত আইনে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি উচ্চবিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। এই আইন কার্যকর হলে অস্ট্রেলিয়ার পর ফ্রান্সই হবে দ্বিতীয় দেশ, যেখানে অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে এমন কড়াকড়ি আরোপ করা হলো।
সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের সঙ্গে সঙ্গে শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর অতিরিক্ত স্ক্রিন টাইমের ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। এ বিষয়ে ম্যাক্রোঁ এক ভিডিও বার্তায় বলেন, শিশু ও কিশোরদের আবেগ কোনো বাণিজ্যিক পণ্য নয় এবং সেগুলো বিদেশি প্ল্যাটফর্ম বা অ্যালগরিদমের নিয়ন্ত্রণে থাকা উচিত নয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে ২০২৬ শিক্ষাবর্ষের শুরু থেকে এই আইন কার্যকর করার পরিকল্পনা রয়েছে। ম্যাক্রোঁর রেনেসাঁ পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল আশা প্রকাশ করেছেন, সিনেট ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যেই বিলটি অনুমোদন করবে, যাতে আগামী ১ সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞা কার্যকর করা যায়। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বয়সসীমা না মানা অ্যাকাউন্টগুলো নিষ্ক্রিয় করতে হবে।
আতাল বলেন, এই আইন শুধু কিশোরদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষাই নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে প্রভাব বিস্তার করতে চাওয়া বিভিন্ন শক্তির বিরুদ্ধেও ভূমিকা রাখবে।
ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা এএনএসইএস চলতি মাসে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম কিশোর-কিশোরীদের—বিশেষ করে মেয়েদের—মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। প্রতিবেদনে সাইবার বুলিং ও সহিংস কনটেন্টের ঝুঁকির কথাও উল্লেখ করা হয়।
আইনে স্পষ্ট করে বলা হয়েছে, ১৫ বছরের কম বয়সী অপ্রাপ্তবয়স্করা অনলাইন প্ল্যাটফর্ম পরিচালিত সামাজিক যোগাযোগ সেবায় প্রবেশ করতে পারবে না। তবে অনলাইন বিশ্বকোষ ও শিক্ষামূলক প্ল্যাটফর্মগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। আইন কার্যকরের জন্য একটি কার্যকর বয়স যাচাই ব্যবস্থাও চালুর কথা বলা হয়েছে, যা ইউরোপীয় পর্যায়ে প্রস্তুত করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

