আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলি প্রভাবশালীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

আমার দেশ অনলাইন

ইসরাইলি প্রভাবশালীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া সরকার ইসরাইলি প্রভাবশালী স্যামি ইয়াহুদের ভিসা বাতিল করেছে। তিনি ইসলামবিরোধী প্রচারণার জন্য অভিযোগের মুখে পড়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামকে ‘ঘৃণ্য মতাদর্শ’ বলে মন্তব্য করার পর অস্ট্রেলিয়া তার ভিসা বাতিল করে।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টোনি বার্ক বলেন, “ঘৃণা ও বিভাজন সৃষ্টিকারীদের দেশটিতে স্বাগত জানানো হবে না। যারা অস্ট্রেলিয়া সফর করতে চায়, তাদের উচিত সঠিক উদ্দেশ্যে আসা।”

ভিসা বাতিলের জন্য অস্ট্রেলিয়ার ঘৃণা অপরাধ আইন ব্যবহার করা হয়েছে, যা গত ১৪ ডিসেম্বর বন্ডি সমুদ্রসৈকতে হানুক্কা উদ্‌যাপনে ঘটানো গণহত্যার পর আরও কঠোর করা হয়।

রক্ষণশীল অস্ট্রেলিয়ান ইহুদি সমিতি এই সিদ্ধান্তের “তীব্র নিন্দা” জানিয়েছে। তারা বলেছে, সমিতি ইয়াহুদকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ দিয়েছিল। একইভাবে, অতি-ডানপন্থি ইসরাইলি রাজনীতিবিদ সিমচা রথম্যানেরও ভিসা বাতিল হয়েছিল গত বছর।

সূত্র: এএফপি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...