আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্পেনে একের পর এক ট্রেন দুর্ঘটনা, দেশজুড়ে ট্রেন চালকদের ধর্মঘটের ডাক

আমার দেশ অনলাইন

স্পেনে একের পর এক ট্রেন দুর্ঘটনা, দেশজুড়ে ট্রেন চালকদের ধর্মঘটের ডাক
ছবি: সংগৃহীত।

ইউরোপের বৃহত্তম ট্রেন দুর্ঘটনাগুলোর একটি ঘটার পর এবং দ্বিতীয়বার ট্রেন লাইনচ্যুত হয়ে একজন চালক নিহত হওয়ার ঘটনায় স্পেনের বৃহত্তম ট্রেন চালক ইউনিয়ন দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে।

মঙ্গলবার বার্সেলোনার কাছে ভারী বৃষ্টিপাতের সময় রেললাইনের ওপর একটি রিটেইনিং ওয়াল ধসে পড়ে। এতে একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় ট্রেনের চালক নিহত হন এবং চারজন যাত্রী গুরুতর আহত হন। খবর রয়টার্সের

বিজ্ঞাপন

রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, একই ঝড়ের সময় লাইনে পাথর পড়ায় বার্সেলোনার আঞ্চলিক নেটওয়ার্কে তৃতীয়বারের মতো ট্রেন লাইনচ্যুত হয়। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে রোববার মাদ্রিদ থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দক্ষিণে কর্ডোবা প্রদেশের আদমুজ এলাকায় একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়। ওই দুর্ঘটনায় আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে এবং ট্রেনচালকসহ অন্তত ৪২ জন নিহত হন। মাত্র দুই দিনের ব্যবধানে ধারাবাহিক এসব দুর্ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ছড়িয়েছে।

ট্রেন চালক ইউনিয়ন এসইএমএএফ এক বিবৃতিতে জানিয়েছে, রেলওয়ে অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে যারা ছিলেন, তাদের বিরুদ্ধে ফৌজদারি দায়বদ্ধতা দাবি করা হবে।

রয়টার্সের দেখা একটি চিঠির অনুলিপি অনুযায়ী, গত আগস্টে এসইএমএএফ আদিফকে রেলপথের গুরুতর ক্ষয়ক্ষতি নিয়ে সতর্ক করেছিল। চিঠিতে বলা হয়, গর্ত, বাম্প এবং ওভারহেড পাওয়ার লাইনের ভারসাম্যহীনতার কারণে ঘন ঘন যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। এতে নেটওয়ার্কের একাধিক হাই-স্পিড লাইনে ট্রেন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন