আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৫০

আমার দেশ অনলাইন

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৫০

ভূমধ্যসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে প্রায় ৫০ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে দুর্ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার সংবাদমাধ্যম টাইমস অব মাল্টা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

মাল্টার সামরিক বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য মাল্টায় নেওয়া হয়েছে। তিনি জানান, দুর্ঘটনার পর প্রায় ২৪ ঘণ্টা সাগরে ভেসে ছিলেন তিনি। পরে তিউনিশিয়ার দিকে যাত্রারত একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে। তার ধারণা, নৌকাটিতে থাকা প্রায় ৫০ জন অভিবাসনপ্রত্যাশী সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন।

নৌকাটি উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূল থেকে যাত্রা শুরু করেছিল। ইউরোপে পৌঁছানোর আশায় উত্তর আফ্রিকার উপকূল থেকে এমন ঝুঁকিপূর্ণ নৌযাত্রা নতুন নয়। প্রায়ই এ ধরনের যাত্রায় দুর্ঘটনার খবর পাওয়া যায়।

উদ্ধার হওয়া ব্যক্তির নাগরিকত্ব কিংবা নৌকাটিতে থাকা অন্য যাত্রীদের দেশের পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে সাধারণত এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা ছোট ও অনিরাপদ নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করে থাকেন।

গত এক দশকে এ ধরনের অভিবাসনপ্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বেসরকারি সংস্থা ‘মিসিং মাইগ্রেন্টস’ ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরপথে অভিবাসীদের যাত্রার তথ্য সংগ্রহ করছে। সংস্থাটির সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত এই সাগরে নৌকাডুবির ঘটনায় মোট ৩৩ হাজার ৩২৬ জন অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ২৬ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। এর আগে ২০২৫ সালে এই সংখ্যা ছিল 1 হাজার ৮৭৩ জন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন