মার্কিন সামরিক বাহিনীর কিছু কর্মীকে বুধবার সন্ধ্যায় কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স তিনজন কূটনীতিকের বরাত দিয়ে এমনটি জানিয়েছে। ইরানে চলমান বিক্ষোভে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপমূলক সতর্কবার্তার মাঝে এ সংবাদটি এলো।
একজন কূটনীতিক বলেছেন, ‘এটি একটি সাধারণ পরিবর্তন, কোনো নির্দেশিত স্থানান্তর নয়।’ তবে তিনি আরো বলেন যে, ‘তারা জানেন না এই পরিবর্তনের জন্য পেছনে কোনো নির্দিষ্ট কারণ রয়েছে কিনা।’
দোহার মার্কিন দূতাবাস থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আল জাজিরা মন্তব্যের জন্য কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছে।
আল উদেইদ মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি, যেখানে প্রায় ১০,০০০ সেনা অবস্থান করছে।
গত বছর, ইরানে মার্কিন বিমান হামলা চালানোর এক সপ্তাহেরও বেশি সময় আগে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে কিছু কর্মী এবং পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছিল। জুন মাসে মার্কিন হামলার পর ইরান কাতারের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এর আগে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছিলেন যে, ওয়াশিংটনের হামলার প্রেক্ষিতে তেহরান আঞ্চলিক দেশগুলোর মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার সতর্কতা করেছে।
রাজধানী দোহার বাইরে মরুভূমিতে অবস্থিত ২৪ হেক্টর (৫৯ একর) ঘাঁটিটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের অগ্রণী সদর দপ্তর। এর পশ্চিমে মিশর থেকে পূর্বে কাজাখস্তান পর্যন্ত বিস্তৃত বিশাল ভূখণ্ডে মার্কিন সামরিক অভিযান পরিচালনা করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ফিলিস্তিনপন্থি বিক্ষোভ দমনের অভিযোগ বেটার ইউএস-এর বিরুদ্ধে
বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে, ২০২৫ ছিল তৃতীয় উষ্ণতম বছর
ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির