এক সপ্তাহ বন্ধের পর রোববার থেকে ইরানে স্কুল খুলছে
আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯: ৩০

এক সপ্তাহ বন্ধ থাকার পর রোববার থেকে ইরানের স্কুলগুলো পুনরায় চালু হচ্ছে। সংগৃহীত ছবি
এক সপ্তাহ বন্ধের পর রোববার থেকে ইরানের স্কুলগুলো পুনরায় চালু হচ্ছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। সাম্প্রতিক বিক্ষোভের জেরে দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল।
ইরানের বার্তা সংস্থা আইএসএনএ জানায়, “তেহরানসহ অন্যান্য শহরের যেসব স্কুল ১০ জানুয়ারি থেকে বন্ধ ঘোষণা করা হয়েছিল, সেগুলো আগামীকাল (রোববার) থেকে পুনরায় চালু হবে।”
প্রতিবেদনে আরও বলা হয়, স্থগিত থাকা বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষাও আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এসআর
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com