আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পশ্চিম তীরে ইসরাইলের আটক অভিযানে ফিলিস্তিনি যুবকের মৃত্যু

আমার দেশ অনলাইন

পশ্চিম তীরে ইসরাইলের আটক অভিযানে ফিলিস্তিনি যুবকের মৃত্যু
পশ্চিম তীরে (ওয়াফায়) ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত ২০ বছর বয়সী মুহাম্মদ রাজিহ নাসরাল্লাহ। ছবি: মিডল ইস্ট আই।

দখলকৃত পশ্চিম তীর জুড়ে রাতের অভিযান এবং আটক অভিযান বৃদ্ধির অব্যাহত ধারায় হেবরনের দক্ষিণে ২০ বছর বয়সি এক ফিলিস্তিনি যুবককে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-ধাহিরিয়া শহরের ২০ বছর বয়সী মোহাম্মদ রাজিহ নাসরাল্লাহ মঙ্গলবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মন্ত্রণালয় জানিয়েছে, পেটে গুলিবিদ্ধ অবস্থায় নাসরুল্লাহ ডুরা হাসপাতালে পৌঁছান এবং চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করার আগে তার অবস্থা আশঙ্কাজনক ছিল।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, একই অভিযানের সময় ইসরাইলি বাহিনী আরো একজন ফিলিস্তিনিকে গুলি করে, যার ফলে তিনি আহত হন। ওয়াফার মতে, বেথলেহেম এলাকায় ইসরায়েলি বাহিনী কমপক্ষে তিনজনকে গ্রেপ্তার করেছে।

ইসরাইলি বাহিনী প্রতিনিয়তই ফিলিস্তিনিদের গ্রেপ্তার করে, তারা কোনো অপরাধ করুক না করুক। হাজার হাজার ফিলিস্তিনি কোনো অভিযোগ ছাড়াই ইসরাইলি কারাগারে বন্দী, যেখানে তারা অমানবিক পরিস্থিতির সম্মুখীন হয়। এর মধ্যে রয়েছে হেফাজতে নির্যাতন এবং কিছু ক্ষেত্রে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

ইসরাইলি মানবাধিকার সংস্থা বি’তসেলেম কর্তৃক প্রকাশিত নতুন অনুসন্ধান অনুসারে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি আটক কেন্দ্রগুলিতে এক শিশুসহ কমপক্ষে ৮৪ জন ফিলিস্তিনি মারা গেছেন।

এদিকে, আরো উত্তরে, ইসরাইলি বাহিনী কালকিলিয়ার পূর্বে আমাতিন গ্রাম থেকে ১০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে, প্রায় দুই ঘন্টা ধরে বাড়িঘরে ব্যাপক অভিযান চালিয়ে। এসময় বাসিন্দাদের দাবি তল্লাশি চালানোয় তাদের অনেক ক্ষতি হয়েছে।

নাবলুস এলাকায়, ইসরাইলি সেনারা মাদমা এবং বুরিন গ্রামে হামলা চালায় এবং কয়েক ডজন বাসিন্দাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।

দক্ষিণ নাবলুসের শিক্ষা অধিদপ্তর বুরিন, মাদমা এবং আসিরা আল-কিবলিয়ায় স্কুলগুলিকে দূরবর্তী ‘শিক্ষা মিশনে’ স্থানান্তরিত করেছে, বৃহস্পতিবার থেকে সশরীরে ক্লাস পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, তুলকারমে, ইসরাইলি সৈন্যরা খাদের মোহাম্মদ শাহাদা নামে এক যুবককে তার বোন সাদিলের সাথে বাড়ি থেকে বের হওয়ার সময় উরুতে গুলি করে আহত করে এবং তাকে গ্রেপ্তার করে।

নিরাপত্তা ও স্থানীয় সূত্রের মতে, ইসরাইলি বাহিনী হেবরন গভর্নরেটে বাড়িঘর তল্লাশি, সম্পত্তি লুটপাট এবং বাসিন্দাদের উপর হামলার সময় ১২ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে দুই নারীও রয়েছেন।

পৃথকভাবে, জেরিকোর দক্ষিণে আকবাত জাবর ক্যাম্পে অভিযান চালানোর সময় ইসরাইলি বাহিনী দুইজনকে আটক করেছে।

ইতোমধ্যে, পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনি জমি এবং জীবিকার উপর আক্রমণ অব্যাহত থাকায়, রামাল্লাহর উত্তরে তুরমুস আয়া শহরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ২০০টি জলপাই গাছ উপড়ে ফেলেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...