আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধাপে ধাপে ইন্টারনেট চালুর বিষয়টি বিবেচনা করছে ইরান

আমার দেশ অনলাইন

ধাপে ধাপে ইন্টারনেট চালুর বিষয়টি বিবেচনা করছে ইরান
ফাইল ছবি

এক সপ্তাহেরও বেশি সময় আগে দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেওয়ার পর ইরান কর্তৃপক্ষ ধাপে ধাপে ইন্টারনেট সংযোগ পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রোববার সকালে এএফপি তেহরানে তাদের কার্যালয় থেকে ইন্টারনেট সংযোগ স্থাপন করতে সক্ষম হয়, দেশের অধিকাংশ ইন্টারনেট সেবা প্রদানকারী এবং মোবাইল ইন্টারনেট এখনো বন্ধ রয়েছে।

সীমিত এই সংযোগ কীভাবে সম্ভব হলো, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

গত মঙ্গলবার থেকে আন্তর্জাতিক আউটগোয়িং কল চালু রয়েছে এবং শনিবার সকালে এসএমএস সেবা পুনরায় চালু হয়েছে।

শনিবার গভীর রাতে তাসনিম বার্তা সংস্থা জানায়, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধাপে ধাপে ইন্টারনেট সংযোগ পুনরায় চালুর কথা জানিয়েছে।’ তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দেশটির অর্থনৈতিক সংকট থেকে উদ্ভূত সরকারবিরোধী বিক্ষোভ বাড়তে থাকায় নজিরবিহীন এই যোগাযোগ বিচ্ছিন্নতা আরোপ করা হয়।

কয়েকদিন ধরে টেক্সট মেসেজ ও আন্তর্জাতিক ফোন কল-এমনকি কখনো কখনো স্থানীয় কলও বন্ধ ছিল।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...