আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে প্রার্থীদের প্রতিশ্রুতির বন্যা

সরদার আনিছ

রাজধানীতে প্রার্থীদের প্রতিশ্রুতির বন্যা

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারে মুখরিত রাজধানী ঢাকা। পাড়া-মহল্লা ও অলিগলি সর্বত্রই এখন নির্বাচনি আমেজ। চায়ের আড্ডা থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীদের পক্ষে চলছে প্রচার। প্রার্থীরাও বসে নেই; প্রতিদিনই তারা কোনো না কোনো এলাকায় নির্বাচনি প্রচারে অংশ নিয়ে পথসভায় বক্তব্য রাখছেন। একই সঙ্গে বাড়ি বাড়ি গিয়েও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভোটারদের মনকাড়ার চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

রাজধানী ঘুরে দেখা যায়, প্রার্থীরা বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন, কেউ আবার ভোটারদের অভিযোগ শুনছেন এবং বিজয়ী হলে তা সমাধানে আশ্বাস দিচ্ছেন । প্রার্থীদের পক্ষে নিজ নিজ দলীয় কর্মী-সমর্থকরাও ছোট ছোট দলে ভাগ হয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করছেন। এ ক্ষেত্রে নারী কর্মী-সমর্থকরা বেশ সক্রিয় প্রচার চালাচ্ছেন।

বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের সক্রিয়ভাবেই প্রচার চালাতে দেখা যাচ্ছে। ধানের শীষ, দাঁড়িপাল্লা, শাপলা কলি, হাতপাখা, ফুটবল, হাঁসসহ বিভিন্ন প্রতীক নিয়ে মিছিল-সমাবেশও করছেন কর্মী-সমর্থকরা। সব মিলিয়ে নির্বাচনি প্রচারে সরব গোটা রাজধানী। গতকাল শনিবারও রাজধানীতে একই চিত্র দেখা গেছে।

তরুণদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

গতকাল দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে তরুণদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। স্বপ্ন দেখান নতুন বাংলাদেশ গড়ার। মতবিনিময় সভায় তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও অংশ নিয়ে তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মিরপুরে ধানের শীষের প্রার্থী আমিনুলের প্রচার

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১৬ আসনে নির্বাচনি প্রচারের তৃতীয় দিনে গণসংযোগ করেছেন বিএনপির ধানের শীষের প্রার্থী আমিনুল হক। গতকাল সকালে মিরপুর ৬ নম্বর এলাকার বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং ভোট প্রার্থনা করেন। এ সময় এলাকাবাসীর হাতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও প্রতিশ্রুতি সংবলিত লিফলেট তুলে দেন। গণসংযোগকালে পথসভায় দেওয়া বক্তব্যে আমিনুল হক মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন।

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস

গতকাল বিকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব ইনস্টিটিউটে তরুণদের জন্য ‘ফ্রিল্যান্সিংয়ে ফিউচার’শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস । তিনি বলেন, আমার কোনো প্রতিশ্রুতি নেই, জনগণের যখন যা প্রয়োজন হবে তখন তাই করব।

ঢাকা–১৪ আসনের বিএনপির প্রার্থী তুলির প্রচারণা

গতকাল সকালে মিরপুর ও রূপনগর এলাকার বিভিন্ন স্কুল-কলেজ, দোকানপাট ও বাসাবাড়িতে গিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। তিনি ভোটারদের সঙ্গে কুশলবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ওয়ারীতে প্রচারে বিএনপি প্রার্থী ইশরাক

ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গতকাল রাজধানীর ওয়ারী ৩৮ নং ওয়ার্ডে নির্বাচনি প্রচার চালান। এর আগে এক পথসভায় তিনি বলেন, আমার জীবন দেশ ও জাতির কল্যাণে উৎসর্গ করেছি। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে একটি সুযোগ দিন।

কাজীপাড়ায় জামায়াত আমিরের পক্ষে নির্বাচনি প্রচার

গতকাল সন্ধ্যায় কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষে ঢাকা-১৫ আসনের নির্বাচনি গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি কাজীপাড়া থেকে পূর্ব দিকে মাদবরের পুকুর পাড় হয়ে ঝিলপাড় মসজিদ রানওয়ে চাদতারা মসজিদ, আশরাফ আলী স্কুল হয়ে শেওড়া পাড়া স্টেশন পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে।

ঢাকা–১৬ আসনে জামায়াত প্রার্থী আবদুল বাতেনের প্রচার

গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত মিরপুরের পল্লবীর আলুপট্টি, মিরপুর-১১ এর কাঁচাবাজার, বেনারসিপল্লি এলাকায় নির্বাচনি প্রচার চালিয়েছেন ঢাকা–১৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল বাতেন। গণসংযোগের সময় তিনি বলেন, মানুষ এবার পরিবর্তন চাচ্ছে, তারা নতুন কিছু দেখতে চান। জয় নিয়ে ৯০ শতাংশ আশাবাদী বলে জানান আবদুল বাতেন।

ঢাকা-১২ আসনের জামায়াত প্রার্থী মিলনের নির্বাচনি মিছিল

নির্বাচনি মিছিল করেছেন ঢাকা-১২ সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন। গতকাল বিকালে মগবাজার চৌরাস্তা থেকে কেন্দ্রীয় অফিস-মধুবাগ-শিল্পাঞ্চল পর্যন্ত মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এতে সাইফুল আলম খান মিলন ছাড়াও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

ব্যারিস্টার আরমানের প্রচার

ঢাকা-১৪ আসনে নির্বাচনি প্রচার চালিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমান। এ সময় তিনি বলেন, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, এটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। তাই নতুন বাংলাদেশ গড়তে আমাদের দরকার নতুন, সৎ ও যোগ্য নেতৃত্ব। নিরাপদ এলাকা, আধুনিক অবকাঠামো ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ব্যারিস্টার আরমানকে সমর্থন করুন এবং দাঁড়িপাল্লায় আপনার মূল্যবান ভোট দিয়ে ন্যায় ও উন্নয়নের পথে আমাদের সঙ্গী হন।

এনসিপির নাহিদ ইসলামের গণসংযোগ

গতকাল রাজধানীর ভাটারা এলাকায় নির্বাচনি গণসংযোগ করেন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে এক পথসভায় নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ ১৬ বছর পর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে আসে, সেই প্রত্যাশার কথা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে একটি দল। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এমন আশ্বাস দেওয়া হচ্ছে যা বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই।

ঢাকা-১৩ আসনে মামুনুল হকের প্রচার

গতকাল সন্ধ্যায় নবোদয় বাজারে গণসংযোগ করেন ঢাকা-১৩ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক । পরে তিনি নবোদয় (মোহাম্মদী হোমস) মসজিদে এশার নামাজ শেষে ৩৩ নং ওয়ার্ডের নির্বাচনি অফিস উদ্বোধন করেন।

পুরান ঢাকায় ইসলামী আন্দোলনের সমাবেশ

গতকাল ঢাকা-৭ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রহমানের সমর্থনে ঢাকেশ্বরী মন্দিরেরর পাশে আব্দুল আলিম খেলার মাঠে নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার নির্বাচনি প্রচারণা

নির্বাচনি প্রচারের অংশ হিসেবে ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনকে সামনে রেখে তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ইশতেহার প্রকাশ করেন তিনি। এছাড়া ইশতেহারে তিনি নাগরিক বঞ্চনার অবসান ঘটিয়ে ঢাকা-৯ এলাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য জনপদে রূপান্তরের অঙ্গীকার করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন