সাবেক সচিবসহ আ. লীগের আরো সাত নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ১২

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো সাত নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলো- ১। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী হারুন (২৩) ২। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ছাত্রলীগ নেতা মো. ওয়ারেছুর রহমান (২৩) ৩। কুমিল্লা জেলার মেঘনা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও মেঘনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার (৬৫) ৪। কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মুফতী ইলিয়াস মাহমুদ কাসেমী ওরফে রাসেল (৪৭) ৫। সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম (৭১) ৬। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন মাতবর সাগর (৩০) ও ৭। লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলার আওয়ামী লীগ নেতা ও দরবেশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন রুবেল (৪৮)।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৭:৩০ ঘটিকায় ডিবি-সাইবার বিভাগের একটি টিম কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে কাজী হারুনকে গ্রেফতার করে। অন্যদিকে একই তারিখ বিকাল আনুমানিক ০৫:৩৫ ঘটিকায় টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ওয়ারেছুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি-উত্তরা বিভাগ।

ডিবি সূত্রে আরো জানা যায়, সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ০৫:০০ টার সময় রাজধানীর শাহবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাইফুল্লাহ মিয়া রতন শিকদারকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার দক্ষিণ বিভাগের একটি টিম। একই তারিখ রাত আনুমানিক ০৯:০০ টার সময় দক্ষিণ কেরানীগঞ্জ রিভারভিউ এলাকা থেকে মুফতী ইলিয়াস মাহমুদ কাসেমী ওরফে রাসেলকে ও সোমবার দিবাগত রাত (৯ সেপ্টেম্বর ২০২৫) আনুমানিক ১২:৩০ টার সময় পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন কুয়াকাটা পৌরসভা এলাকা থেকে ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ এবং গাড়ি চুরি প্রতিরোধ টিম।

অপরদিকে, সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১:৩০ সময় ডিবি-মিরপুর বিভাগের একটি টিম পল্লবী এলাকায় অভিযান পরিচালনা মহিউদ্দিন মাতবর সাগরকে গ্রেফতার করে। একই তারিখ রাত আনুমানিক ০৭:৩০ টার সময় রমনা থানার মালিবাগ এলাকা থেকে কাজী শাহাদাত হোসেন রুবেলকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গত ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে রুজকৃত মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত