দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
শুক্রবার রাতে লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার পুতুল বলেন, আমরা ধানের শীষে ভোট দেবো একটি আদর্শের কারণে, যেটা দেশ গড়ার কাজে দেয়। আমরা ভবিষ্যতে যে বাংলাদেশ গড়বো তা হবে নিরাপদ ও মানবিক বাংলাদেশ।
তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে, নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। কৃষকদের মাঝে কৃষি কার্ড দেয়া হবে, বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।
ফারজানা শারমিন পুতুল আরও বলেন, আমরা যারা ধানের শীষের মানুষ, যারা বিএনপিকে মনে প্রাণে ধারণ করি, শহীদ জিয়া, খালেদা জিয়াকে ধারণ করি তারা কখনো বিএনপির বাইরে যেতে পারে না। বিএনপি নেতা ফজলুর রহমান পটল এ এলাকার মন্ত্রী ছিলেন, তিনি আজ বেঁচে নেই আমি তার মেয়ে আমি এ এলাকার মেয়ে আমি আপনাদের মেয়ে। আগামী ১২ তারিখে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে এ এলাকার উন্নয়নে আমি ভূমিকা রাখবো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

