স্ত্রীকে হত্যা করে দুই সন্তান নিয়ে পালিয়ে গেলেন স্বামী

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ২০ মে ২০২৫, ১৯: ৩৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে দুই সন্তানকে নিয়ে পালিয়েছেন স্বামী শিপন। খবর পেয়ে নিহতের স্বজনেরা তাকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লা রেলস্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত লাকি আক্তার (২৬) পটুয়াখালীর বাউফল থানার শ্বানেস্বর গ্রামের সাত্তার হাওলাদারের মেয়ে। স্বামী-সন্তানদের নিয়ে রেলস্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন লাকি আক্তার।

নিহতের ভাগিনা ইমাম হোসেন জানান, ফতুল্লা বাজারের কসাই শিপনকে (৪০) ভালোবেসে বিয়ে করেন লাকি। তাদের সংসারে ১০ বছর বয়সি একটি ছেলে ও ছয় বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে শিপন ফোন করে জানায়, লাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার পর শিপন দুই সন্তানকে নিয়ে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, 'নিহতের স্বামীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।'

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত