আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গণসংযোগে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন

জেলা প্রতিনিধি, নরসিংদী

গণসংযোগে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন

নরসিংদীর পাঁচটি আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে বিভিন্ন প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করছেন।

রোববার সকাল থেকে নরসিংদী পৌর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

বিজ্ঞাপন

গণসংযোগকালে তিনি বলেন, নির্বাচিত হলে নরসিংদীতে একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন, মাদক ও সন্ত্রাস নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বিএনপির ঘোষিত ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালনার পাশাপাশি জনগণের পূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করা হবে বলেও তিনি জানান।

খায়রুল কবির খোকন বলেন, ইসলাম শান্তির ধর্ম। যারা জান্নাতের টিকিট বিক্রির কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন