সুনামগঞ্জের ধোপাজান নদীতে বন্ধ বালু উত্তোলন

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ২৩: ৪৫

সুনামগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বালু উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সভায় এ ঘোষণা দেন জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া।

সভায় বক্তারা বলেন, ধোপাজান নদীতে বিট বালু নেই আছে সিলিকা বালু। লিমপিড নামক একটি প্রতিষ্ঠান কোটি কোটি টাকার সিলিকা বালু নিয়ে যাচ্ছে। এতে সরকার বড় রকমের রাজস্ব হারাচ্ছে। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। তাই দ্রুত ধোপাজান চলতি নদী থেকে বালু উত্তোলন বন্ধ করা আবশ্যক।

বিজ্ঞাপন

জানা গেছে, লিমপিড ইঞ্জিনিয়ারিং নামে একটি প্রতিষ্ঠানকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ধোপাজান নদীর তিনটি মৌজা থেকে ১ কোটি ২১ লাখ ঘনফুট বিট বালু উত্তোলনের অনুমোদন দেয়া হয়।

জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া জানান, ধোপাজান চলতি নদী বালু পাথর মিশ্রিত একটি মহাল। এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গেজেটভুক্ত একটি নদী। এই মহালে বাংলাদেশ বিআইডব্লিউটিএ বিট বালু উত্তোলনের অনুমোদন দেন লিমপিড ইঞ্জিনিয়ারিং নামক প্রতিষ্ঠানকে। এখান থেকে বালু উত্তোলন হলে সরকার রাজস্ব হারাবে। আমি বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি লিখে জানিয়েছি। বর্তমানে এই মহাল থেকে বালু উত্তোলনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। তাই বালু উত্তোলন বন্ধ রাখা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

পাকিস্তানে আন্তর্জাতিক সম্মেলনে কী-নোট স্পিকার আবুল কালাম আজাদ

পল্টনের জনসভা সফল করতে গোলাম পরওয়ারের আহ্বান

জিয়াউর রহমানের সাহসী নেতৃত্বেই দেশ ভারতীয় আধিপত্য থেকে রক্ষা পায়

অধিনায়ক শান্তর ‘নতুন’ শুরু, কোচ আশরাফুলের অভিষেক এবং মুশফিক নটআউট ৯৯

জাহানারা ইস্যুতে বিসিবি সংশ্লিষ্টদের বাদ দিয়ে স্বাধীন তদন্ত কমিটি চান তামিম

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত