আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওসমান হাদির মৃত্যুতে পাটগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

ওসমান হাদির মৃত্যুতে পাটগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা করার প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী

বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে ওসমান হাদী মৃত্যুর খবর ছড়িয়ে যাওয়া মাত্রই পাটগ্রাম শহরে চৌরঙ্গী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মিরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় চৌরঙ্গী মোড় এসে সমাবেশ করে।

বিজ্ঞাপন

পৌর জামায়াতের আমির সোহেল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতের লালমনিরহাট জেলা শাখার সাবেক আমির আতাউর রহমান, উপজেলা শিবিরের সভাপতি খোরশেদ আলম সহ জামায়াতের সহ সকল নেতাকর্মীরা।

বক্তারা বলেন, তফসিল হওয়ার সাথে সাথে একটি চক্র গোষ্টির মাথা খারাপ হয়ে গেছে। তারা বুঝতে পেরেছে সুষ্ঠু ভোট হলে তারা ক্ষমতায় যেতে পারবেনা। হাদি চাঁদাবাজদের বিরুদ্ধে সাহসী কন্ঠস্বর। হাদির উপর হামলাকারী ও খুনিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন