
স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শিবগঞ্জে পুলিশকে মারধর করে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া ১৬ মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজুকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল।
এ সময় তার কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়। রাজুকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় মানুষজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
রিজ্জাকুল রহমান রাজু (৪৬) শিবগঞ্জ উপজেলার চক ভোলা খাঁ এলাকার বদর উদ্দিনের ছেলে। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি।
বুধবার রাত ২টার পরে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে গোপন সংবাদে জানতে পারে আসামি ঢাকার আশুলিয়া থানার নবীনগর এলাকায় অবস্থান করছে। পরে তাদের যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রাজুর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও পুলিশ আক্রান্ত মামলা ছাড়াও হত্যা ও নাশকতার প্রায় ১৬টি মামলা রয়েছে।
এর আগে, ৪ অক্টোবর সন্ধ্যায় শিবগঞ্জ থানার চক ভোলা খাঁ এলাকায় তাকে গ্রেপ্তার করে থানায় আনার পথে অজ্ঞাতনামা ১৫০/২০০ জন হামলা চালায়। ওই সময় পুরুষ ও মহিলা হাতে বাঁশের লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে পুলিশকে মারধর করে হাতকড়াসহ রিজ্জাকুল রহমান রাজুকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় ৫ অক্টোবর ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ জনকে আসামি করে পুলিশ থানায় মামলা করে। সেই মামলায় ১১ নারীসহ ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
র্যাবের ওই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তার হওয়া আসামি রাজুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বগুড়ার শিবগঞ্জে পুলিশকে মারধর করে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া ১৬ মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজুকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল।
এ সময় তার কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়। রাজুকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় মানুষজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
রিজ্জাকুল রহমান রাজু (৪৬) শিবগঞ্জ উপজেলার চক ভোলা খাঁ এলাকার বদর উদ্দিনের ছেলে। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি।
বুধবার রাত ২টার পরে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে গোপন সংবাদে জানতে পারে আসামি ঢাকার আশুলিয়া থানার নবীনগর এলাকায় অবস্থান করছে। পরে তাদের যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রাজুর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও পুলিশ আক্রান্ত মামলা ছাড়াও হত্যা ও নাশকতার প্রায় ১৬টি মামলা রয়েছে।
এর আগে, ৪ অক্টোবর সন্ধ্যায় শিবগঞ্জ থানার চক ভোলা খাঁ এলাকায় তাকে গ্রেপ্তার করে থানায় আনার পথে অজ্ঞাতনামা ১৫০/২০০ জন হামলা চালায়। ওই সময় পুরুষ ও মহিলা হাতে বাঁশের লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে পুলিশকে মারধর করে হাতকড়াসহ রিজ্জাকুল রহমান রাজুকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় ৫ অক্টোবর ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ জনকে আসামি করে পুলিশ থানায় মামলা করে। সেই মামলায় ১১ নারীসহ ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
র্যাবের ওই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তার হওয়া আসামি রাজুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বেসরকারি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ট্রাস্টের প্রায় ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১২ মিনিট আগে
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দুইবার গুমের শিকার হওয়া আলোচিত ছাত্রনেতা মফিজুর রহমান আশিক বাঁশখালীতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছেন।
২৯ মিনিট আগে
শেরপুরের গাজীরখামার ইউনিয়নের চারটি গ্রামে একটি পাগলা শিয়ালের কামড়ে ২২ জন গ্রামবাসী আহত হয়েছেন। আহতদের আর্তনাদ শুনে স্থানীয়রা একত্রিত হয়ে শিয়ালটিকে ধরে পিটিয়ে মেরে ফেলে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
১ ঘণ্টা আগে