আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টেকনাফে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ যাত্রী নিহত

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার
টেকনাফে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ যাত্রী নিহত

কক্সবাজারের টেকনাফে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কের হ্নীলা আলীখালি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন সিএনজি চালক হ্নীলা মৌলভী বাজার পূর্ব পাড়ার মো. সেলিমের ছেলে মো. ফারুক, টেকনাফ নাজির পাড়ার ছৈয়দ নুরের ছেলে ইমান হোসেন।

হাইওয়ে পুলিশের ওসি ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী ট্রাক সিএনজির পেছনে ধাক্কা দিলে সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে টেকনাফ মডেল থানায় নিয়ে যায়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের পক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন