
উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি'র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, 'ঐকমত্য কমিশন দেশে একটা অনৈক্য সৃষ্টি করেছে।
প্রধান উপদেষ্টা বলেছিলেন সব রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হবে তা দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। যেগুলোতে একমত না হবে সেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত হবে না। আর যেগুলোতে নোট অব ডিসেন্ট রয়েছে সেগুলো নির্বাচিত সরকার পরবর্তীতে সংসদে আলোচনা করে কার্যকর করবে এবং আইন করে সংবিধানে স্থান দেবে।
সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, 'ইউনূসের অবস্থা শেখ হাসিনার চেয়েও অনেক খারাপ হবে। অবশ্য উনার তো পালানোর অনেক জায়গা আছে। আপনারা দেখেছেন ফখরুদ্দীন-মঈনুদ্দিন তাদের অপকর্মের জন্য বিশ্বের কোনো দেশেই জনসম্মুখে যেতে পারে না।'
আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, 'বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। আগামী নির্বাচনে বিএনপি'র নেতৃত্বে যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তারাই সরকার গঠন করবে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে চান্দিনা উপজেলার মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ মিলনায়তনে চান্দিনা উপজেলা এলডিপি এবং উপজেলা গণতান্ত্রিক যুবদলের পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সংবিধানের অনেকগুলো মৌলিক বিষয় আছে যেগুলো আইন সংশোধনের জন্য গণভোটের প্রয়োজন। সেই বিবেচনায় গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে কার্যকর করা হলে সেগুলো উচ্চ আদালত আর বাতিল করতে পারবে না।' এলডিপি মহাসচিব আরও বলেন, 'প্রধান উপদেষ্টার অধ্যাদেশ জারি করার কোনো এখতিয়ার নাই। যারা ইউটিউবে বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ইসলামিক দলের অবস্থান ভালো বলে দাবি করে তাদের ভোটারের সংখ্যা কতো সেটা আমরা জানি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সাথে কথা বলে জানিয়ে দিয়েছেন দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে। কেউ যেন বিরোধিতা না করে সেজন্য তাদের সতর্ক করেছেন। বিএনপি বড় দল। এখানে একের অধিক যোগ্য প্রার্থী রয়েছে। সবাইকে তো মনোনয়ন দেয়া সম্ভব নয়।
চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি একেএম শামসুল হক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন এলডিপি'র কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি'র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সিরাজ।
উপজেলা গণতান্ত্রিক যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক সোহেল খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজিব আহম্মেদ ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন মহিচাইল এলডিপি সভাপতি মো. কামরুল হাসান ভূইয়া, বাড়েরা ইউনিয়ন এলডিপি সভাপতি জালাল উদ্দিন কালা চেয়ারম্যান, এলডিপি নেতা বাতাঘাসী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ছাদেকুর রহমান, শুহিলপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু প্রমুখ।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি'র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, 'ঐকমত্য কমিশন দেশে একটা অনৈক্য সৃষ্টি করেছে।
প্রধান উপদেষ্টা বলেছিলেন সব রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হবে তা দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। যেগুলোতে একমত না হবে সেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত হবে না। আর যেগুলোতে নোট অব ডিসেন্ট রয়েছে সেগুলো নির্বাচিত সরকার পরবর্তীতে সংসদে আলোচনা করে কার্যকর করবে এবং আইন করে সংবিধানে স্থান দেবে।
সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, 'ইউনূসের অবস্থা শেখ হাসিনার চেয়েও অনেক খারাপ হবে। অবশ্য উনার তো পালানোর অনেক জায়গা আছে। আপনারা দেখেছেন ফখরুদ্দীন-মঈনুদ্দিন তাদের অপকর্মের জন্য বিশ্বের কোনো দেশেই জনসম্মুখে যেতে পারে না।'
আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, 'বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। আগামী নির্বাচনে বিএনপি'র নেতৃত্বে যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তারাই সরকার গঠন করবে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে চান্দিনা উপজেলার মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ মিলনায়তনে চান্দিনা উপজেলা এলডিপি এবং উপজেলা গণতান্ত্রিক যুবদলের পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সংবিধানের অনেকগুলো মৌলিক বিষয় আছে যেগুলো আইন সংশোধনের জন্য গণভোটের প্রয়োজন। সেই বিবেচনায় গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে কার্যকর করা হলে সেগুলো উচ্চ আদালত আর বাতিল করতে পারবে না।' এলডিপি মহাসচিব আরও বলেন, 'প্রধান উপদেষ্টার অধ্যাদেশ জারি করার কোনো এখতিয়ার নাই। যারা ইউটিউবে বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ইসলামিক দলের অবস্থান ভালো বলে দাবি করে তাদের ভোটারের সংখ্যা কতো সেটা আমরা জানি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সাথে কথা বলে জানিয়ে দিয়েছেন দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে। কেউ যেন বিরোধিতা না করে সেজন্য তাদের সতর্ক করেছেন। বিএনপি বড় দল। এখানে একের অধিক যোগ্য প্রার্থী রয়েছে। সবাইকে তো মনোনয়ন দেয়া সম্ভব নয়।
চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি একেএম শামসুল হক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন এলডিপি'র কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি'র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সিরাজ।
উপজেলা গণতান্ত্রিক যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক সোহেল খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজিব আহম্মেদ ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন মহিচাইল এলডিপি সভাপতি মো. কামরুল হাসান ভূইয়া, বাড়েরা ইউনিয়ন এলডিপি সভাপতি জালাল উদ্দিন কালা চেয়ারম্যান, এলডিপি নেতা বাতাঘাসী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ছাদেকুর রহমান, শুহিলপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু প্রমুখ।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে নিউমার্কেট-মুন্সিরহাট সড়কের পাশে গরুর জন্য ঘাস কাটতে যান তিনি। এ সময় বিষধর সাপ তার ডান পায়ে ছোবল দেয়। পরে স্বজনরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২৪ মিনিট আগে
বিএনপির ভোলা জেলা আহ্বায়ক গোলাম নবী আলমগীরের মনোনয়নের পক্ষে নেতাকর্মীরা মহাজনপতি দলীয় কার্যালয়ের সামনে বেলা ১১টার দিকে জড়ো হয়। এদিকে নতুন বাজার জেলা বিজেপির কার্যালয়ের সামনে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর মনোনয়নের পক্ষে নেতাকর্মীরা স্লোগানে দিয়ে জড়ো হতে থাকে। কিছুক্ষণ পর বিএনপি
১ ঘণ্টা আগে
শুক্রবার সকালে উপজেলার কাস্তুল ইউনিয়নের ব্রহ্মপাড়া আল হোসাইনিয়া জামে মসজিদে ১ লিটার দুধ দান করেন জনৈক কৃষক। সেই দুধ জুম্মার নামাজের আগে নিলামে উঠান মসজিদ পরিচালনা কমিটি। দুধ কিনতে প্রথমে দু’শত টাকা দাম হাঁকেন এক মুসল্লী।
১ ঘণ্টা আগে
মাদারীপুর সদর উপজেলার মহিষের চর পাকা মসজিদ এলাকার আড়িয়াল খাঁ নদের চরের মাটি কাটা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এ বিষয়ে প্রতিবাদ করায় স্থানীয় মসজিদের ইমাম এবং সমাজসেবক মাওলানা মো. আলমগীর শিকদারকে হত্যার হুমকি দেয় প্রভাবশালী একটি মহল।
২ ঘণ্টা আগে