আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথবাহিনীর তল্লাশি

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথবাহিনীর তল্লাশি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথবাহিনী গোপালগঞ্জের সকল এলাকায় টহল কার্যক্রমের পাশাপাশি জোরদার করা করেছে যানবাহনে তল্লাশি অভিযান। টুঙ্গিপাড়ায় যানবাহনে তল্লাশী অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা করেছে যৌথবাহিনী।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে গভীর রাত ২টা পর্যন্ত টুঙ্গিপাড়ায় উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে (ঢাকা–পিরোজপুর মহাসড়ক) চেকপোস্ট স্থাপন করে শতাধিক যানবাহনে তল্লাশি চালানো হয়। অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।

বিজ্ঞাপন

তল্লাশিকালে যানবাহনের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন কাগজপত্র ও নিরাপত্তা সরঞ্জাম যাচাই করা হয়। এ সময় হেলমেট ও বৈধ কাগজপত্র না থাকায় পাঁচটি মামলায় তিন হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

অভিযান চলাকালে বিভিন্ন যানবাহনের যাত্রীদের ব্যাগও তল্লাশি করা হয়। এতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ সময় টুঙ্গিপাড়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্যদের পাশাপাশি থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে এসআই আকরাম হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে বাস, ট্রাক, সিএনজি, মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেটকার ও মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি চালকদের হেলমেট ব্যবহারসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার বিষয়ে সচেতন করা হচ্ছে। কাগজপত্র না থাকায় পাঁচটি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন