আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াত ইসলামী’র শীতবস্ত্র বিতরণ

যোগ্য নেতৃত্বের অভাবে মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত: ফখরুল ইসলাম

সিলেট ব্যুরো

যোগ্য নেতৃত্বের অভাবে মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত: ফখরুল ইসলাম
ছবি: আমার দেশ।

সঠিক রাজনৈতিক দিকনির্দেশনা ও সৎ নেতৃত্বের অভাবে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশের সাধারণ মানুষ আজও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

তিনি বলেন, দুর্নীতি ও লুটপাটের রাজনীতিতে কিছু নেতার ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়ে উঠলেও সমাজের ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনে তার কোনো ইতিবাচক প্রভাব পড়ে না। জামায়াতে ইসলামী সমাজের সব ধরনের বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া পিছিয়ে পড়া মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তাই মানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের সকল স্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, জামায়াত মানবতার কল্যাণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে বিশ্বাসী। সে কারণেই যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও সংকটে সামর্থ্যের সর্বোচ্চটুকু নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। বর্তমানে তীব্র শীতে সারা দেশ কাঁপছে। এতে ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে দরিদ্র মানুষ। শীতার্ত অসহায়দের দুর্দশা লাঘবে সারা দেশের মতো সিলেটেও জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে শীতবস্ত্র বিতরণ করছে। এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেট মহানগরীর জালালাবাদ থানার ৩৯নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে স্থানীয় টুকেরগাও এলাকায় সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৩৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ফয়সাল আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাব্বির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ থানা আমীর ক্বারী মাওলানা আলা উদ্দিন ও থানা সেক্রেটারি মাওলানা জুনাইদ আল-হাবিব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড সহকারী সেক্রেটারি মাস্টার কবির আহমদ, শাহপুর দক্ষিণপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী কয়েস আহমদ, টুকেরগাও গ্রামের জাকারিয়া আহমদ ও নুরু মিয়া, শাহপুরের রায়হান উদ্দিন এবং নোয়াগাঁওয়ের বাদশাহ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...