আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট- ৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে লড়বেন মামুনুর রশিদ (চাকসু মামুন)। নিজ দলের সমর্থন জমিয়তের দিকে গেলেও তিনি নির্বাচনি মাঠ ছাড়তে চাচ্ছেন না তিনি।
মামুনুর রশিদ বলেন, ১৭ বছর জুলুম নির্যাতন সহ্য করে দলকে ঐক্যবদ্ধ রেখেছি, মাঠ সাজিয়েছি। আমি এই আসন জোটকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারি না। আমার নেতাকর্মীরা একাট্টা। তাদের আমি হতাশ করতে পারবো না। আমি জনগণকে নিয়ে নির্বাচন করবো। দলের পক্ষ থেকে নির্দেশনার পরও প্রকাশ্যে তিনি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
এই আসনে জামায়াতে প্রার্থী হাফেজ মাওলানা আনোয়ার হোসেন।
এক ফেসবুক বার্তায় তিনি বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে আমি আপনাদের সুখ-দুঃখে সর্বোচ্চটা দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের এলাকার আরও উন্নয়ন এবং আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট- ৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে আপনাদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।
আমি কোনো দলের প্রার্থী নয় বরং আপনাদের আস্থার প্রতিনিধি হতে চাই। দুর্নীতিমুক্ত সমাজ এবং আধুনিক এলাকা গড়ার এই লড়াইয়ে আপনাদের দোয়া ও সমর্থন আমার একমাত্র পাথেয়। আসুন, আমরা দল-মতের ঊর্ধ্বে উঠে এলাকার স্বার্থে এক হই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

