আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টানা তিনদিন নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

উপজেলা প্রতিনিধি, নিকলী (কিশোরগঞ্জ)

টানা তিনদিন নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

টানা তিনদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে ১১ দশমিক ০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

বিজ্ঞাপন

ফলে টানা তিনদিন ধরে নিকলী দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ধরে রেখেছে। গতকাল সোমবার ছিলো ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

নিকলী উপজেলার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণগার এর তথ্য মতে গত দুদিনের মতো আজ মঙ্গলবার সকাল ৯টায় কিশোরগঞ্জের নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করেছে।

সিনিয়র অবজার্ভার আক্তারুজ্জামান ফারুক জানান, আজ মঙ্গলবার সারা দেশের তাপমাত্রার তুলনায় কিশোরগঞ্জের নিকলীর তাপমাত্রা সর্বনিম্ন। গত দুদিনের চেয়ে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে তিনি জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন