ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেছেন নীলফামারী-৪ (কিশোরগঞ্জ ও সৈয়দপুর) আসনের গণফ্রন্ট প্রার্থী আবির হোসেন।
মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান।
তিনি অভিযোগ করেন, যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ের মাত্র দশ মিনিট পরে মনোনয়নপত্র জমা দিতে গেলে আমার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।
অথচ বিএনপি’র প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ফটোকপি জমা দিলেও তা গ্রহণ করা হয়েছে, যা স্পষ্ট বৈষম্যের উদাহরণ।
বর্তমান বাংলাদেশে বৈষম্যের কোনো সুযোগ থাকার কথা নয়। সেখানে বিএনপির প্রার্থী ফটোকপি জমা দিয়ে প্রার্থী হতে পারলেও আমার সামান্য দেরি কোনোভাবেই বিবেচনায় নেওয়া হয়নি।
এ বিষয়ে সুষ্ঠু ও ন্যায়সংগত সিদ্ধান্ত কামনা করছি। এ ব্যাপারে নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান মুঠোফোন কল দিলে রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

