আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেজর আখতারের হাত ধরে আরো শতাধিক লোকের জামায়াতে যোগদান

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

মেজর আখতারের হাত ধরে আরো শতাধিক লোকের জামায়াতে যোগদান

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের উপস্থিতিতে নতুন সদস্যরা আনুষ্ঠানিকভাবে সহযোগী সদস্য ফরম পূরণ করে দলে অন্তর্ভুক্ত হন।

জানা গেছে, ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর থেকে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বিভিন্ন নির্বাচনি ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে শুরু করেন। তিনি কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতের মনোনীত ১০ দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া ছাড়াও ঢাকার বিভিন্ন আসনে দলের পক্ষে জনসভায় বক্তব্য দিয়েছেন।

বিজ্ঞাপন

মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, “আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থেকে মানুষের আশা-আকাঙ্ক্ষা খুব কাছ থেকে দেখেছি। দেশ ও মানুষের কল্যাণে নৈতিক ও আদর্শভিত্তিক রাজনীতি প্রয়োজন। সেই বিশ্বাস থেকে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছি। আজ যারা যোগদান করেছেন, তারা দেশের জন্য ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা নিয়ে এসেছেন।”

তিনি আরও যোগ করেন, “সমাজে ন্যায়বিচার, শৃঙ্খলা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করতে হবে। নতুন যোগদানকারীদের এ উদ্যোগে সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতে দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...