বাঁশখালীতে প্রশাসনের উচ্ছেদ অভিযান, দখল ফিরে পেলো মালিক পক্ষ

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ২০: ২৮

বাঁশখালীতে আদালতের রায় বাস্তবায়নে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে উপজেলার পুকুরিয়া ইউনিয়নে সহকারী কমিশনার (ভুমি) মো। ওমর সানী আকন এই অভিযান পরিচালনা করেন।

মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুরের বাসিন্দা তাজ উদ্দিনের পৈতৃক জায়গা স্থানীয় প্রভাবশালী মহল প্রভাব খাটিয়ে দখল করে রাখায় ভুক্তভোগী তাজ উদ্দিন বাদী হয়ে ২০০৯ সালে আদালতে মামলা দায়ের করেন। ২০২২ সালে ওই মামলায় নিজের পক্ষে রায় পান তাজ উদ্দিন। সেই সময়ে প্রতিপক্ষরা আ,লীগের প্রভাব খাঁটিয়ে জায়গাটি দখল করে রাখে। পরবর্তীতে বাদী তাজ উদ্দিন বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত বাঁশখালী, চট্টগ্রামে অপরজারী মামলা নং- ০২/২০২৪ ইং- দায়ের করেন, বিজ্ঞ আদালতের দেয়া উক্ত মামলার রায়ের প্রেক্ষিতে আদালতের নির্দেশনা বাস্তবায়নে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. ওমর সানী আকন অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জায়গা দখল মুক্ত করে ৩.৫০ শতাংশ জমি জায়গার প্রকৃত মালিক তাজ উদ্দিনকে দখল বুজিয়ে দেন। উচ্ছেদ অভিযানে সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ ও বাঁশখালী থানা পুলিশের যৌথ টিম।

বিজ্ঞাপন

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত