২০টি পাঠাগার ও শিক্ষা প্রতিষ্ঠানে বই উপহার দিলেন ডিসি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৩: ১৩

নারায়ণগঞ্জে পাঠাভ্যাস গড়ে তুলতে ও জ্ঞানচর্চা উৎসাহিত করতে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। রোববার জেলা সদর উপজেলার ২০টি পাঠাগার ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের বই উপহার দেন তিনি।

জেলা প্রশাসকের কার্যালয়ে রোববার আয়োজিত এক অনুষ্ঠানে সদর উপজেলার ৯টি বেসরকারি পাঠাগার এবং কারাগারসহ ১১টি সরকারি প্রতিষ্ঠানে ৫৯টি করে বই বিতরণ করা হয়। বইগুলোতে ছিল দেশি-বিদেশি ক্লাসিক, ভ্রমণকাহিনি, আত্মউন্নয়নমূলক গ্রন্থ, জীবনী ও ধর্মীয় দর্শনভিত্তিক রচনা।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক বলেন, “বই যেকোনো পাঠককে বাস্তবতা থেকে অন্য এক জগতে নিয়ে যায়, যেখানে মনুষ্যত্ব ও মানবতাবোধ জাগ্রত হয়। শুদ্ধ জ্ঞানচর্চার জন্য বইয়ের কোনো বিকল্প নেই।”

ডিসি জাহিদুল ইসলাম বলেন, “শুধু পাঠ্যবই পড়ে ভালো রেজাল্ট করা সম্ভব, কিন্তু মানুষ হিসেবে নিজেকে গড়তে হলে বাইরের জগতের জ্ঞান, অভিজ্ঞতা ও মূল্যবোধ অর্জনের জন্য বিভিন্ন ধরনের বই পড়া জরুরি। পাঠচর্চা আত্মবিশ্বাস বাড়ায়, যা যুবসমাজকে নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করতে পারে।”

বইকে মানুষের জ্ঞানের সঙ্গী হিসেবে তুলে ধরে তিনি বলেন, বই যেকোনো পাঠককে ক্ষণিকের মাঝেই বাস্তব জগৎ থেকে এমন এক রাজ্যে নিয়ে যায় যেখানে মনুষ্যত্ব ও মানবতাবোধ জাগ্রত হয়। মনন ও আত্মশুদ্ধির জন্য বই এর কোনো বিকল্প নেই। তথ্য প্রযুক্তির এই যুগে পাঠকের সংখ্যা আশঙ্কাজনক ভাবে হ্রাস পেলেও শুদ্ধ জ্ঞান চর্চার ক্ষেত্র তৈরির জন্য পাঠকের বই পড়ার আগ্রহ সৃষ্টি করার প্লাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি বইকে শুধু পড়ার জন্য নয়, বই থেকে শিক্ষা নিয়ে জীবনে প্রয়োগের তিনি আহ্বানও জানান।

জেলা প্রশাসক বলেন, ভালো মানুষ হিসেবে গড়তে চাইলে পাঠ্যবই ছাড়াও অন্যান্য বই আমাদের পড়তেই হবে। কীভাবে বড়দের সম্মান করতে হবে, কীভাবে আপনার জীবন পরিচালিত করবেন, আপনার জীবনের কি কি সীমাবদ্ধতা, সেটা জানতে আমাদের প্রচুর বই পড়তে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও প্রযুক্তি) মো: মাশফাকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মো. আব্দুল ওয়ারেছ আনসারী এবং জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত